শনিবার সকাল থেকেই দেউলিয়া বাজার এলাকায় হঠাৎই থমকে দাঁড়িয়েপড়ছেন।কারন বিকট আকৃতির এক ব্যক্তি গদা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।সামনে আসতেই দেখাগেলো স্বয়ং যমরাজ।তবে স্বর্গরাজ্য থেকে নয়, শুধুমাত্র যমরাজ সেজে করোনার জন্য মানুষকে সচেতনতার জন্যই…
শনিবার সকাল থেকেই দেউলিয়া বাজার এলাকায় হঠাৎই থমকে দাঁড়িয়েপড়ছেন।কারন বিকট আকৃতির এক ব্যক্তি গদা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।সামনে আসতেই দেখাগেলো স্বয়ং যমরাজ।তবে স্বর্গরাজ্য থেকে নয়, শুধুমাত্র যমরাজ সেজে করোনার জন্য মানুষকে সচেতনতার জন্যই নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এই ব্যবস্থা।এদিন যমরাজ সেজে পথচলতি মানুষজনদের হাতে স্যানিটাইজার দিয়ে মানুষজনদের সচেতন করলেন। যমরাজের বুকে পোষ্টার রয়েছে ঘর থেকে বাইরে না বেরোনোর আহ্বান।এছাড়া এদিন পথচলতি মানুষ থেকে দোকানে মাস্ক ব্যবহার করার আহ্বান জানান। যমরাজ সেজে এূিন দেউলিয়া,কোলাঘাট ও ভোগপুরের বিভিন্ন এলাকায় এভাবেই যমরাজ সেজে সচেতনতার বার্তা দেওয়া হলো।
No comments