Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আবার মানবিক মুখ ভবানীপুর থানার সিভিক ভলেন্টিয়ার

করোনা ভাইরাসের আতঙ্কে যখন গোটা বিশ্ব আতঙ্কিত,
সচেতনতা,সতর্কতা চলছে রাজ্য জুড়ে,প্রশাসনিক ভাবে সাহায্য, ও ভাইরাস বিনাশকারী মাক্স ও সাবান প্রদান হচ্ছে তখনি সম্পূর্ন নিজ খরচে, ব্যাক্তিগত উদ্দ্যোগে দুঃস্হ,ভবঘুরেদের সাবান,মাক্স,ও আলু,…

করোনা ভাইরাসের আতঙ্কে যখন গোটা বিশ্ব আতঙ্কিত,
সচেতনতা,সতর্কতা চলছে রাজ্য জুড়ে,প্রশাসনিক ভাবে সাহায্য, ও ভাইরাস বিনাশকারী মাক্স ও সাবান প্রদান হচ্ছে তখনি সম্পূর্ন নিজ খরচে, ব্যাক্তিগত উদ্দ্যোগে দুঃস্হ,ভবঘুরেদের সাবান,মাক্স,ও আলু,চাল বিলি করলেন ভবানীপুর থানার সিভিক ভলেন্টিয়ার আরিফ বিল্লাহ(ব্যাচ নং-১৬৭৩)
উল্লেখ্য কয়েক মাস আগে NH41 এর ওপর দূর্ঘটনায় পড়ে হলদিয়া র এক ঠিকা শ্রমিক, তাকে নিজেই হাসপাতালে পৌঁছে দিয়ে ছিলেন এই সিভিক ভলেন্টিয়ার যদিও ঐ শ্রমিক মারা যায়,পরে আরিফ নিজেই শ্মশান পর্যন্ত নিয়ে দাহ করিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন
আজ আবার নজির গড়ল এই সিভিক ভাই। ভিডিও দেখতে ক্লিক করুন।   

No comments