Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা আতঙ্ক সর্বত্র।আর এই কারনে হাটবাজারের ওপর প্রশাসন থেকে নজর দিয়েছে বারংবার

করোনা আতঙ্ক সর্বত্র।আর এই কারনে হাটবাজারের ওপর প্রশাসন থেকে নজর দিয়েছে বারংবার।কোনভাবেই একত্রিত না হওয়ার জন্য।নির্দিষ্ট দূরত্বে বসে
ব্যবসা করা,বিশেষকরে সব্জী ও নিত্যপ্রয়জনীয় জিনিসের ক্ষেত্রে।কিন্তু বহু জায়গায় সেই নিয়ম নীতি মানছে…




করোনা আতঙ্ক সর্বত্র।আর এই কারনে হাটবাজারের ওপর প্রশাসন থেকে নজর দিয়েছে বারংবার।কোনভাবেই একত্রিত না হওয়ার জন্য।নির্দিষ্ট দূরত্বে বসে
ব্যবসা করা,বিশেষকরে সব্জী ও নিত্যপ্রয়জনীয় জিনিসের ক্ষেত্রে।কিন্তু বহু জায়গায় সেই নিয়ম নীতি মানছেন না।এরকই অভিযোগ ছিলো কোলাঘাটের পুরাতন বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে।আর এই কারনে গতকাল কোলাঘাট পঞ্চায়েত সমিতিতে ব্যবসায়ী কমিটির সাথে একপ্রস্থ বৈঠক হয়।তাতেকরে সিদ্ধান্ত নয় কোলাঘাট পুরাতন বাজারে ব্যবসা হবে, তবে সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত।ব্যবসায়ীরা নির্দিষ্ট দূরত্বে বসতে হবে।ক্রেতাদেরকেও একসাথে জমা হতে দেওয়া যাবে না।গতকাল সন্ধ্যায় এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানান, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুন্ডু।তবে তিনি এও জানান,এই নিয়মনীতি কোলাঘাট ব্লক এলাকার সমস্ত হাটবাজারের ক্ষেত্রেই একই নিয়ম চালু হবে।এদিনের বৈঠকে কোলাঘাটের দুটি বাজার কমিটির সাথে বৈঠক হয়ে সিদ্ধান্ত হয়।কয়েকদিনের মধ্যে সমস্ত ব্লকের ক্ষেত্রেই একই নিয়ম চালু হবে।মূলত করোনা থেকে এড়ানোর জন্যই এই বিশেষ নিয়মনীতি বলে জানান রাজকুমার বাবু।

No comments