স্কুলে পিঠে পুলি উৎসবসরকারি স্কুলের চলছে সপ্তাহব্যাপী স্টুডেন্ট সপ্তাহ। শেষ দিনে হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় বাজিতপুর যতীন্দ্র হাই স্কুলে ফুড ফেস্টিভ্যাল। স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত বলেন প্রায় ২৫ টি স্টল খা…
স্কুলে পিঠে পুলি উৎসব
সরকারি স্কুলের চলছে সপ্তাহব্যাপী স্টুডেন্ট সপ্তাহ। শেষ দিনে হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় বাজিতপুর যতীন্দ্র হাই স্কুলে ফুড ফেস্টিভ্যাল। স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত বলেন প্রায় ২৫ টি স্টল খাদ্য সামগ্রী এবং স্কুলের বিজ্ঞানমনস্কতা প্রচারের জন্য বিজ্ঞানের মডেল নিয়ে প্রদর্শনী তে সাতটি স্টল ছিল। সভায় উপস্থিত ছিলেন চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত সদস্য, মিহির দাস, হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ আলোক রঞ্জন দাস গোকুল মান্না, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তন সভাপতি এবং গ্রাম কমিটির সদস্য বাসুদেব দাস সভায় সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক শ্রীবাস মাইতি প্রমূখ।
No comments