ভোটের আগে দেড় কোটি ২ কিমি রাস্তার শুভ সূচনা, খুশি দুই গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষরাস্তার বেহাল অবস্থা, রাস্তা দিয়ে যাতায়াত করতে বেশ সমস্যা পড়তেন দুই গ্রাম পঞ্চায়েতের এলাকার প্রায় ৫ গ্রামের মানুষ। দীর্ঘদিন রাস্তা সংস্কারের …
ভোটের আগে দেড় কোটি ২ কিমি রাস্তার শুভ সূচনা, খুশি দুই গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ
রাস্তার বেহাল অবস্থা, রাস্তা দিয়ে যাতায়াত করতে বেশ সমস্যা পড়তেন দুই গ্রাম পঞ্চায়েতের এলাকার প্রায় ৫ গ্রামের মানুষ। দীর্ঘদিন রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে আসছিলো প্রশাসনের নিকট স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মানুষ। সেই আবেদনে সাড়া দিয়ে এবার মহিষাদল ব্লকের নাটশাল -২ ও নাটশাল-১ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২ কিমি রাস্তা পথশ্রী -৪ প্রকল্পের মাধ্যমে কাজের শুভ সূচনা ঘটে বৃহস্পতিবার। প্রকল্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, বিডিও বরুনাশীষ সরকার, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, জেলা পরিষদের সমবায় কর্মাধ্যক্ষ মানস পন্ডা, জেলা পরিষদের সদস্য সীমা মাইতি, পূর্ণেন্দু জানা সহ অন্যান্যরা।
কাজের বরাদ পেয়েছে কন্টাক্ট স্বরুপ দাস অধিকারী।
এদিন বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান," রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ রাজ্যবাসির কথা ভাবেন। তাদের উন্নয়ন পৌছে দিতে তৎপর থাকেন। এলাকার মানুষের সমস্যাগুলি দ্রুত সমাধান করতে নানা প্রকল্প তৈরি করেছেন। আর সেই প্রকল্পের মাধ্যমে সেগুলি পুরন করার চেস্টা করে চলেছে।"
মহিষাদলের বিডিও বরুনাশীষ সরকার জানান, "রাজ্যের একাধিক প্রকল্পের মধ্যদিয়ে এলাকার উন্নয়ন ঘটছে।উন্নয়নের কাজ করতে গিয়ে জয়গা সংক্রান্ত সমস্যা সৃষ্টি হচ্ছে। এলাকার উন্নয়নের স্বার্থে জনসাধারণের এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। তারা এগিয়ে এলে আরও এলাকায় উন্নয়ন ঘটবে।"

No comments