অনাথবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ওছানি অপারেশন শীতবস্ত্র প্রদান ও চশমা বিতরণ! পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে ভূমিপুত্র কৃত্তিবাস জানা তার উদ্যোগেই …
অনাথবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ওছানি অপারেশন শীতবস্ত্র প্রদান ও চশমা বিতরণ!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে ভূমিপুত্র কৃত্তিবাস জানা তার উদ্যোগেই এলাকার মানুষদের সুস্থ সবল রাখতেই তার অভিনব উদ্যোগ প্রায় প্রতি তিন মাস অন্তর চক্ষু পরীক্ষা শিবির করেন, সেই শিবিরে যাদের ছানি চিহ্নিত হয় তাদের ছানি অপারেশন এবং যাদের চশমার প্রয়োজন হয় তাদের বিনা পয়সায় চশমা দেওয়া হয়। ১৮ জানুয়ারি রবিবার আজ সকাল থেকে এলাকার মানুষদের উপস্থিতিতে শিবির উদ্বোধন হয়। শিবিরে গ্রামের বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ হোড়খালী গৌতম মহারাজ, ছিলেন প্রধান শিক্ষক মনোহরপুর হাই স্কুল পরেশ চন্দ্র দাস প্রাক্তন প্রধান শিক্ষক জয়নগর হাই স্কুল বিজয় কৃষ্ণ দাস, শেখ নূর মোহাম্মদ পঞ্চায়েত সদস্য পুলক ভূঁইয়া শিক্ষক রামপুর বিবেকানন্দ মিশন স্কুল, হলদিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শম্ভু সাহু, দেভোগগ্রাম পঞ্চায়েত প্রধান মিনতি মাভই ভূঁইয়া, হিন্দু ভূষণ বেরা বাহার ডাব ,শিবিরে প্রায় ৭৯ জন মানুষ এলেন চোখ দেখালেন এবং তারই মধ্যে প্রায় ১৫ জনের ছানি অপারেশনের চিহ্নিত হয়েছেন। তাদেরকে নিজস্ব গাড়িতে করে নিয়ে গেলেন মেদিনীপুর সদরের হাসপাতালে চক্ষু পরীক্ষার করে অপারেশন করার জন্য। অপারেশন হয়ে গেলে পুনরায় আগামীকাল তাদেরকে তাদের বাড়িতেই পৌঁছে দেবেন বলে জানালেন। যাদের চশমার জন্য চিহ্নিতকরণ করা হয়েছে তাদের চশমা তৈরি হয়েগেলে ফোন করে তাদের হাতেই পৌছে দেবে চশমা। চক্ষু পরীক্ষা ছানি অপারেশন চশমা বিতরণ নয় আজকের এই অনুষ্ঠানে দুস্থ অসহায় মানুষ প্রায় ৯০ জনের হাতে শীতের পোশাক ও বস্ত্র তুলে দিলেন। তারাও উপস্থিত ছিলেন অনাথ বন্ধু ওয়েফেয়ার সোসাইটি সম্পাদক কৃত্তিবাস জানা, সদস্য প্রবীর ভারতী, সদস্য ভারত পাসওয়ান, প্রমূখ।

No comments