এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের উদ্দ্যোগে মেছেদায় এস.আই.আর.'র হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: এস ইউ সি আই (কমিউনিস্ট)'র উদ্দ্যোগে দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে এস.আই.…
এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের উদ্দ্যোগে মেছেদায় এস.আই.আর.'র হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: এস ইউ সি আই (কমিউনিস্ট)'র উদ্দ্যোগে দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে এস.আই.আর.-এ ব্যাপক হয়রানির প্রতিবাদে,ওই ঘটনার সাথে যুক্ত মৃত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মেছেদা শহরে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল মেছেদার ক্ষুদিরাম ভবন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, থার্মাল মোড় হয়ে ক্ষুদিরাম ভবন সম্মুখস্থ স্থানে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস,নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। ওই দাবীতে ২২ জানুয়ারি তমলুকে বিক্ষোভ ও জেলা শাসক অফিসে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

No comments