বর্ষ বিদায় এবং বর্ষবরণে সার্বজনীন লক্ষ্মীপূজো ব্রাইট স্টার (ভাঙ্গা কুঠির) ভবানীপুর নিবেদিতা কলোনি ১৬ তম বর্ষে সাব্বর্জনীন লক্ষীপূজোর শুরু হয়েছিল ৩০ শে ডিসেম্বর থেকে। তিনদিনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা …
বর্ষ বিদায় এবং বর্ষবরণে সার্বজনীন লক্ষ্মীপূজো
ব্রাইট স্টার (ভাঙ্গা কুঠির) ভবানীপুর নিবেদিতা কলোনি ১৬ তম বর্ষে সাব্বর্জনীন লক্ষীপূজোর শুরু হয়েছিল ৩০ শে ডিসেম্বর থেকে। তিনদিনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা এলাকা দুঃস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন ভবানীপুর নিবেদিতা কলোনী ব্রাইট স্টার (ভাঙ্গা কুঠির) ক্লাবের সকল সভ্য ও সভ্যাবৃন্দ। ৩০শে ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছিল আজ ১লা জানুয়ারি ২০২৬ সমাপ্তি দিবসে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান তিন দিনে স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা চারা গাছ রুপন অনুষ্ঠিত হয় ১লা জানুয়ারি বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর বিশেষ মনোঞ্জ নিত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিলাক্ষ্মী মাইতি, বিশিষ্ট সমাজসেবী শান্তনু মুখার্জী সুদর্শন দেবনাথ (মানু) বিল্প পদ ভৌমিক, হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র, প্রমূখ। সহাসভাপতিত্ত করেন দিবুক সমাচরণ মিলন বিদ্যাপীঠীর সহ-শিক্ষক অরুন কুমার করণ। সংবাদমধ্যমে কি ব্রাইট স্টার (ভাঙ্গা কুঠির ) সকল সদস্য এবং সদস্যবৃন্দ।

No comments