মুমূর্ষু রোগীর প্রাণরক্ষায় মানবিক উদ্যোগ—এগরার বালিঘাইতে স্বেচ্ছায় রক্তদান শিবির ‘ক্লাব বন্ধন’-এররক্তের ঘাটতি মেটাতে ও সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করতে এক অনুকরণীয় মানবিক উদ্যোগ নিল এগরা–২ ব্লকের বালিঘাই এলাকার সামাজিক সংগঠন …
মুমূর্ষু রোগীর প্রাণরক্ষায় মানবিক উদ্যোগ—এগরার বালিঘাইতে স্বেচ্ছায় রক্তদান শিবির ‘ক্লাব বন্ধন’-এর
রক্তের ঘাটতি মেটাতে ও সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করতে এক অনুকরণীয় মানবিক উদ্যোগ নিল এগরা–২ ব্লকের বালিঘাই এলাকার সামাজিক সংগঠন ‘ক্লাব বন্ধন’। বুধবার বালিঘাই ত্রিকোণ পার্কে ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির।
“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে সকাল ১০টা থেকে শুরু হয় রক্তদান কর্মসূচি। শিবিরের উদ্বোধনী পর্বে উপস্থিত অতিথিরা রক্তদানের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
আয়োজক ক্লাব সূত্রে জানানো হয়েছে, বর্তমান সময়ে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট মেটাতেই তাঁদের এই ক্ষুদ্র কিন্তু তাৎপর্যপূর্ণ প্রয়াস। শিবিরে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আশীষ ধাওয়া, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউ, সমাজসেবী অমলেশ পাহাড়ি, বিশিষ্ট সমাজকর্মী অরুণ ত্রিপাঠি, ক্লাবের সম্পাদক বিশ্বেশ্বর রায়, সভাপতি খোকন বেরা, মদন বেরা-সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। অতিথিরা ‘ক্লাব বন্ধন’-এর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার শুভেচ্ছা জানান।
ক্লাব সূত্রে আরও জানা গেছে, এদিন শিবিরে মোট ৮০ জন রক্তদান করেন। এদিন সংগৃহীত রক্ত এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়েছে—যা মুমূর্ষু রোগীদের চিকিৎসায় সহায়ক হবে।
মানবতার পাশে ‘ক্লাব বন্ধন’—রক্তদানে প্রাণ বাঁচানোর বার্তা ছড়িয়ে পড়ুক সমাজের সর্বস্তরে।
No comments