Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ষ শেষে নতুন বছরে দীঘায় শুরু বীচ ফেস্টিভেল

বর্ষ শেষে নতুন বছরে দীঘায় শুরু বীচ ফেস্টিভেলবর্ষ শেষের পর্যটকদের ভিড় সৈকত শহর দিঘায় বৃদ্ধ শুরু হয়েছিল বড়দিন থেকে আর বুধবার ৩১ ডিসেম্বর থেকে দীঘায় শুরু হয়ে গেল বর্ষ শেষের পর্যটকদের ঠিক থেকে ভিড় সৈকত শহর দিঘায়। শুরু হয়েছি…

 



বর্ষ শেষে নতুন বছরে দীঘায় শুরু বীচ ফেস্টিভেল

বর্ষ শেষের পর্যটকদের ভিড় সৈকত শহর দিঘায় বৃদ্ধ শুরু হয়েছিল বড়দিন থেকে আর বুধবার ৩১ ডিসেম্বর থেকে দীঘায় শুরু হয়ে গেল বর্ষ শেষের পর্যটকদের ঠিক থেকে ভিড় সৈকত শহর দিঘায়। শুরু হয়েছিল বড়দিন থেকে আজ মঙ্গলবার ৩০ শে ডিসেম্বর থেকে দীঘায় শুরু হয়ে গেল দুদিন ব্যাপী বিশ এদিন ওল্ড দীঘায় সৈকত আসে প্রাঙ্গনে জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবের সূচনা হয়। পর্যটকদের আনন্দ দিতে উপস্থিত এক ঝাক শিল্পী পাশাপাশি আজ ৩১ শে ডিসেম্বর বর্ষ বিদায় ও বর্ষবরণের সন্ধানে রাত বারোটায় আতশবাজি প্রদর্শনের পদ্ধতি নতুন বছরকে স্বাগত জানাবেন পর্যটকরা দীঘায় প্রচুর পর্যটক এমন মুহূর্তের সাক্ষী থাকতে পথে নামবেন যা তাদের কাছে বাড়তি পাওনা। দীঘা মান্দারমনি হোটেলে ডিজে লাইটের ব্যবস্থা করা হয়েছে। বর্ষবরণের রাতে এবং ইংরেজি নববর্ষের ভিড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে দীঘা, পাশাপাশি মান্দারমনি তাজপুর ও শঙ্করপুর পর্যটন কেন্দ্রে বার কি পুলিশ মোতায়েন করা হয়েছে তাছাড়া কোন পর্যটক বেড়াতে এসে কোনো সমস্যায় কিংবা কোন অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলে জেলা পুলিশের হোয়াটসঅ্যাপ নাম্বার ৭০৪৭ ৯৮৯৮০০ এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন দীঘার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার সম্বলিত পোস্টার সাঁটানো রয়েছে তেমনি বেড়াতে আসা পর্যটকদের লিফলেট দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। উল্লেখ্য অন্যান্য বছরের তুলনায় এবার দীঘা ভিড়ের ছবিটা আলাদা কারন আগে ছিল শুধুমাত্র সমুদ্র দর্শন এখন যোগ হয়েছে জগন্নাথ দর্শন মূলত দীঘায় ভিড় বাড়ার পেছনে জগন্নাথ মন্দিরের আকর্ষণ অন্যতম কারণ বলে মনে করছেন হোটেল মালিক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। নতুন বছরের দীঘায় সূর্যোদয়ের সাক্ষী হতে চান অনেকেই। আবার অনেকে জগন্নাথ দেবকে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে চান। তাই এই কটা দিন যে ভিড় ব্যাপক থাকবে তা বলা বাহুল্য। দীঘা শংকরপুর হোটেল ইয়ার অ্যাসোসিয়েশন সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন পহেলা জানুয়ারি পর্যন্ত ওল্ড ও নিউ দীঘা সমস্ত হোটেল বুকিং হয়ে গেছে যেসব হোটেলের ঘর বাকি রয়েছে সেগুলি পূরণ হয়ে যাবে ঘর পাওয়া নিয়ে পর্যটকদের কোন সমস্যা হবে না বলে তিনি আশাবাদী। পর্যটকদের সুবিধার্থে দিঘার সহস্রাধিক হোটেল পরিষেবা দিচ্ছে। গত কয়েক বছরে দীঘায় বেশ কিছু ঝা চকচকে হোটেল তৈরি হয়েছে সেখানে আধুনিক ও উন্নতমানের পরিষেবা পাচ্ছেন পর্যটকরা।

No comments