মিড ডে মিল কর্মীদের জেলাশাসক দপ্তরের ডেপুটেশন ও স্মারকলিপি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ন্যূনতম পনের হাজার টাকা মাসিক বেতন,সরকারী কর্মীর স্বীকৃতি সহ ১১ দফা দাবীতে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির…
মিড ডে মিল কর্মীদের জেলাশাসক দপ্তরের ডেপুটেশন ও স্মারকলিপি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ন্যূনতম পনের হাজার টাকা মাসিক বেতন,সরকারী কর্মীর স্বীকৃতি সহ ১১ দফা দাবীতে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ ২৮ শে জানুয়ারী জেলার মিড ডে মিল কর্মীদের জেলাশাসক অফিসে ডেপুটেশন কর্মসূচি হয়। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) নেহা বন্দ্যোপাধ্যায় স্মারকলিপি গ্রহণ করেন।প্রতিনিধি দলে ছিলেন অঞ্জলি মান্না,শান্তি রুইদাস,পারুল বেরা,অঞ্জলি বর্মন,প্রতিমা মাইতি,জয়শ্রী সামন্ত প্রমূখ। শতাধিক কর্মী আজকের কর্মসূচিতে উপস্থিত ছিল।


No comments