Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আগুনে পুড়ে যাওয়া এবং আহত পরিবারের পাশে দাঁড়ালেন মানবিক - প্রদীপ

আগুনে পুড়ে যাওয়া এবং আহত পরিবারের পাশে দাঁড়ালেন মানবিক - প্রদীপসম্প্রতি আনন্দপুর কলকাতা ফুলের কাজের জন্য পূর্ব মেদিনীপুর জেলার ১৭ জন মিস্ত্রি গিয়েছিলেন তার মধ্যে হরিবল্লভপুর সুতাহাটা থানা অন্তর্গত কুকড়াহাটি অঞ্চল। হলদিয়া বি…

 



আগুনে পুড়ে যাওয়া এবং আহত পরিবারের পাশে দাঁড়ালেন মানবিক - প্রদীপ

সম্প্রতি আনন্দপুর কলকাতা ফুলের কাজের জন্য পূর্ব মেদিনীপুর জেলার ১৭ জন মিস্ত্রি গিয়েছিলেন তার মধ্যে হরিবল্লভপুর সুতাহাটা থানা অন্তর্গত কুকড়াহাটি অঞ্চল। হলদিয়া বিধানসভার বাসিন্দা চারজনের মধ্যে দুজন আহত অবস্থায় বাড়ি ফিরেছেন। আর দুজন নিখোঁজ রয়েছেন সম্ভবত আগুনে পুড়ে যেতে পারে বলে  অনুমান। যে দুজনের খোঁজ নেই তাদের নাম সুব্রত খাঁড়া, বাবার নাম দেবপ্রসাদ খাড়া এবং নন্তু খাড়া। কোন রকমের প্রাণে বেঁচে ফিরলেন দুজন তারা গুরুতর অসুস্থ রয়েছেন তারা চিকিৎসাধীন চলছেন মানব খাড়া সুজিত গাওয়ান। আজ সকালে ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী এবং জেলা সম্পাদক চন্দন প্রামানিক এবং জেলার অন্যান্য নেতৃবৃন্দ সবাই মৃত এবং আহত পরিবারের সঙ্গে দেখা করেন। মৃত ও আহত দুই পরিবারের আহতদের পাশে থাকা অঙ্গীকার করলেন। আগামী দিনে হলদিয়াতে তাদের কর্মসংস্থান করে দেওয়ার অঙ্গীকার করলেন। উভয় পরিবারকে সমবেদনা জানালেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলী।

No comments