রাজ্য সড়কে বাস উল্টে নয়ন জুলিতে পড়লসেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। সারা জেলা জুড়ে তারই মধ্যে পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। হলদিয়া থেকে কোলাঘাট গামী, রাজ্য সড়কে বাস যাওয়ার সময় চৈতন্যপুর ক্যাকটাস ক্লাবের সামনে নিয়ন্ত্রণ হা…
রাজ্য সড়কে বাস উল্টে নয়ন জুলিতে পড়ল
সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। সারা জেলা জুড়ে তারই মধ্যে পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। হলদিয়া থেকে কোলাঘাট গামী, রাজ্য সড়কে বাস যাওয়ার সময় চৈতন্যপুর ক্যাকটাস ক্লাবের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাকটাস ক্লাবের সামনে বাসটি উল্টে যায় বাসে যাত্রী প্রায় 30-35 জন ছিল বলে সূত্রে জানা যায়। তবে হতাহতের খবর নেই যারা বাসে ছিলেন তাদেরকে স্থানীয় ক্লাবের সদস্য এবং এলাকার মানুষ বের করেছেন। সূত্রে জানা যায় বাসটি ব্রেক ফেল হয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্তরে পৌঁছেছেন সুতাহাটা থানার পুলিশ কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সে নিয়ে তদন্তে নেমেছেন।

No comments