এ এম এন্টারপ্রাইজ শ্রমিকের বিদায় সম্বর্ধনা সভা
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্ট এ এম এন্টারপ্রাইজ । হলদিয়া বন্দরের রেক সাইড ডাম্পার সাইট মেকানিক্যাল সাইড মিলিয়ে বহু শ্রমিক কাজ করেন। সরকারি নিয়মে বয়স হলে…
এ এম এন্টারপ্রাইজ শ্রমিকের বিদায় সম্বর্ধনা সভা
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্ট এ এম এন্টারপ্রাইজ । হলদিয়া বন্দরের রেক সাইড ডাম্পার সাইট মেকানিক্যাল সাইড মিলিয়ে বহু শ্রমিক কাজ করেন।
সরকারি নিয়মে বয়স হলেই সকলকেই কর্মস্থল থেকে বিদায় নিতে হবে।
জানা যায় ধারাবাহিকভাবে প্রত্যেক শ্রমিক প্রত্যেকেই কাজের অবসরের দিন বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মৃতিকে আঁকড়ে ধরে।
হলদিয়া সংহতি মাঠে ডাম্পার সেকশনের প্রায় সাড়ে চারশত ড্রাইভার হেল্পার তাদের যৌথ উদ্যোগে তাদেরই সহযোগী ডাম্পার ড্রাইভার সরোজ মান্নার বিদায় সংবর্ধনা সভা।
দীর্ঘ ১৭ বছর একটানা এ এম এন্টারপ্রাইজ এ কাজ করতেন। তাদের নিয়মে বয়সের হতেই সংস্থা থেকে বিদায় নিতে হলো তার সহযোগি বন্ধুরা সকলেই তার বিদায় সংবর্ধনা স্মৃতি হয়ে থাকলেন। আজকের সকল সহযোগীরা অন্যান্য সামগ্রী উপহারের সাথেই সনাতন ধর্মের পবিত্র রাধা কৃষ্ণের মূর্তি তুলে দিলেন। ডাম্পার সেকশনের উদ্যোগেই আজকের এই বিদায় সংবর্ধনা সভা। সকলে মিলে বিভিন্ন সামগ্রী সরোজ মান্নার হাতে দিলেন। সূত্রে জানা যায় যারা কর্মস্থল থেকে বিদায় নেয় প্রত্যেক ধর্মের তাদের মূল গ্রন্থ সেই গ্রন্থ বিদায় সম্বর্ধনা সভাথেকে তুলে দেওয়া হয়। বিদায় সম্বর্ধনা স্থলে অন্যান্য সদস্যগণ তার সুস্থ দীর্ঘায়ু কামনা করেন।


No comments