সতীশ সামন্ত চ্যারিটিবল ট্রাস্টের পরিচালনা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ঔষধ ও চশমা বিতরণ শিবির কি বার্তা দিলেন চেয়ারম্যান প্রদীপচোখ থাকতে চোখের মন যত্ন নিন। চোখ অমূল্য সম্পদ তাই চোখের যে কোন সমস্যা হলেই অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন…
সতীশ সামন্ত চ্যারিটিবল ট্রাস্টের পরিচালনা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ঔষধ ও চশমা বিতরণ শিবির কি বার্তা দিলেন চেয়ারম্যান প্রদীপ
চোখ থাকতে চোখের মন যত্ন নিন। চোখ অমূল্য সম্পদ তাই চোখের যে কোন সমস্যা হলেই অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। মৃত ব্যক্তির কর্নিয়া দান করে অন্ধ জনের চোখের আলো ফিরিয়ে দিন। সতীশ চন্দ্র সামন্ত চারিটি বুল ট্রাস্ট এর পরিচালনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষাও ঔষধ চশমা বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় ২১৮ জন চক্ষু পরীক্ষা করান তার মধ্যে ১৩৫ জনকে চশমা দেওয়া হবে চিহ্নিতকরণ করা হয়েছে ছানি কাটানোর জন্য প্রায় ১৮ জনের তালিকা প্রস্তুত হয়েছে এবং ঔষধ দেওয়া হয়েছে প্রায় ৫৮ জনকে কাটানো হবে বিনা পয়সায়। জানালেন সতীশচন্দ্র সামন্ত চ্যারিটিবল ট্রাস্টের চেয়ারম্যান প্রদীপ কুমার বিজলী। তিনি বলেন হলদিয়া বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের ক্যাম্প করে এলাকার মানুষদের বিনা পয়সায় চশমা এবং ছানি কাটানোর বন্দোবস্ত আমরা করব। আজকের ঊর্ধ্ববমাল প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।

No comments