Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা শাসকের করণে যথাযথ মর্যাদার পালিত হল মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস ও শহীদ দিবস

জেলা শাসকের করণে যথাযথ মর্যাদার পালিত হল মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস ও শহীদ দিবসজেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, পূর্ব মেদিনীপুরের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের করণে যথাযথ মর…

 


জেলা শাসকের করণে যথাযথ মর্যাদার পালিত হল মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস ও শহীদ দিবস

জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, পূর্ব মেদিনীপুরের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের করণে যথাযথ মর্যাদার পালিত হয়েছে মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস ও শহীদ দিবস।

উপস্থিত ছিলেন শ্রী ইউনিস ঋষিন ইসমাইল (আই. এ. এস ) স্যার , মাননীয় জেলাশাসক, পূর্ব মেদিনীপুর; ম্যাডাম তানিয়া পারভিন, মাননীয়া অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), পূর্ব মেদিনীপুর এবং জেলার অন্যান্য বরিষ্ঠ আধিকারিকবৃন্দসহ বিভিন্ন ধর্মের মাননীয় ও মাননীয়া ধর্মগ্রন্থ পাঠকরা।

এই মহাপ্রয়াণ দিবসে আয়োজিত হয় সর্বধর্ম প্রার্থনা সভা ও নিমতৌড়ি উন্নয়ন সমিতির বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের দ্বারা পরিবেশিত ভজন ও রামধুন সংগীতের মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

No comments