মেচেদার ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের ৪৪ তম বার্ষিক অনুষ্ঠান সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক : ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের ৪৪ তম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে আজ মেচেদাস্থিত ট্রাস্টভবনে শিক্ষামূলক স্বাস্থ্য সেমিনার,শি…
মেচেদার ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের ৪৪ তম বার্ষিক অনুষ্ঠান
সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক : ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের ৪৪ তম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে আজ মেচেদাস্থিত ট্রাস্টভবনে শিক্ষামূলক স্বাস্থ্য সেমিনার,শিশু ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাঃ নর্মান বেথুন,ফ্লোরেন্স নাইটিঙ্গেল,ডাঃ কোটনিশের প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষ্যে বিশিষ্ট মনীষীদের উদ্ধৃতি প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন,ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া,সংস্থার মেডিকেল ডিরেক্টর ডাঃ অশোক সামন্ত,সমাজসেবী গনেন রায়,শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান করুনা সী প্রমুখ। সকালের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সংস্থার সুপারিনটেনডেন্ট ডাঃ ভবানী শংকর দাস। বিকেলের স্বাস্থ্য সেমিনারে চারটি বিষয়ের উপর বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন ডাঃ অশোক সামন্ত। বয়স্কদের হাড় ভাঙ্গা ও চিকিৎসা সম্পর্কে বক্তব্য রাখেন অর্থোপেডিক সার্জেন ডাঃ বুদ্ধদেব নায়ক। হার্ট অ্যাটাকের দ্রুত চিকিৎসায় ইসিজি পর্যবেক্ষণ সম্পর্কে আলোচনা করেন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডাঃ সেক মেহেতাব আলি। মাসিক চলাকালীন যন্ত্রণা সম্পর্কে বক্তব্য রাখেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অনুরাধা ঘোষ। শিশুদের সর্দি-কাশির চিকিৎসা সম্পর্কে বক্তব্য রাখেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ পৌলমী হালদার নায়ক। ট্রাস্টের কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তব্য রাখেন ডাঃ রমেশ বেরা, আবহাওয়াবিদ অশোক হাজরা, ডাঃ নাসরিন আলী প্রমূখ। সন্ধ্যায় সংস্থার পুরুষ ও মহিলা কর্মীরা গান- আবৃত্তি-গীতিআলেখ্য ও দুটি নাটক পরিবেশন করেন। কথাশিল্পী শরৎচন্দ্রের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে গীতি আলেখ্য শ্রোতৃমন্ডলী সবাইয়ের নজর কাড়ে। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রাস্টের সম্পাদক তপন ভৌমিক।

No comments