Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিকাশির উপরে গার্ড ওয়াল রাজ্য সড়ক অবরোধ

নিকাশির উপরে গার্ড ওয়াল রাজ্য সড়ক অবরোধ
নিকাশি অবরোধ করে পাঁচিল জনরোষে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তুমিও কি আগে গেওয়াখালী রাস্তা এলাকার মানুষ প্রায় এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। জানা যায় শতাব্দি প্রাচীন জল নিকাশি পথ বন…

 



নিকাশির উপরে গার্ড ওয়াল রাজ্য সড়ক অবরোধ


নিকাশি অবরোধ করে পাঁচিল জনরোষে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ 

তুমিও কি আগে গেওয়াখালী রাস্তা এলাকার মানুষ প্রায় এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। জানা যায় শতাব্দি প্রাচীন জল নিকাশি পথ বন্ধ করে বাড়ি তৈরীর অভিযোগ। সেই অভিযোগেই রাজ্য সড়ক কাঠের গুড়ি ফেলে বিক্ষোভ দেখান ঘটরাস তলে পৌঁছায় মহিষাদল থানার পুলিশ।  মহিষাদল গেঁওয়াখালি রাজ্য সড়ক তারাতলা পথ অবরোধে সামিল হলেন পূর্ব শ্রীরামপুর গ্রামের বাসিন্দারা। এলাকার মানুষের অভিযোগ এলাকা জল বেরোনোর একমাত্র পথ আটকে জায়গা ভরাট করে বাড়ি তৈরি কাজ শুরু করেছেন এক ব্যক্তি। ওই নিকাশি নালাটি সরাসরি হিজলী টাইডাল ক্যানেলের সঙ্গে যুক্ত। দীর্ঘ কয়েক দশক ধরেও ওই পথ দিয়েই গোটা এলাকার জল বের হয়। তাদের দাবি ওই নিকাশি নালাটি খোলা রেখেই বাড়ি নির্মাণ করতে হবে অন্যথায় বর্ষার মৌসুমে গোটা গ্রাম প্লাবিত হওয়ায় আশঙ্কা করছেন তারা। খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছায় মহিষাদল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না হওয়া পর্যন্ত অবরোধ তুলবেন না বলে অনর থাকেন বিক্ষোভকারীরা শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের কর্তার আলোচনা আশ্বাস দিয়েছেন।

No comments