Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতা সংগ্রামী বিকৃত মূর্তি পঞ্চায়েত সমিতির অফিসের সামনে

স্বাধীনতা সংগ্রামী বিকৃত মূর্তি পঞ্চায়েত সমিতির অফিসের সামনেভারতবর্ষ স্বাধীনতার জন্য এগিয়ে এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক স্বাধীনতার সংগ্রামী মাতঙ্গিনী হাজরা।  মূর্তি হলদিয়া উন্নয়ন পরিষদের উদ্যোগে স্থাপিত হয়েছিল হলদিয়…

 




স্বাধীনতা সংগ্রামী বিকৃত মূর্তি পঞ্চায়েত সমিতির অফিসের সামনে

ভারতবর্ষ স্বাধীনতার জন্য এগিয়ে এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক স্বাধীনতার সংগ্রামী মাতঙ্গিনী হাজরা।  মূর্তি হলদিয়া উন্নয়ন পরিষদের উদ্যোগে স্থাপিত হয়েছিল হলদিয়া পঞ্চায়েত সমিতির অফিসের সামনেই। গত আম্ফান ঝড়ে মূর্তিটি বিকৃত হয়ে যায় , সেই মূর্তিটি নতুন করে স্থাপন করার জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা পরিষদে জানানো হয়। সূত্রে জানা যায় জেলা পরিষদের সভাধিপতির আর্থিক অনুকূল্যে প্রায় বরাদ্ধ হয় ১০ লক্ষ ৭৫ হাজার ৮৬৪ টাকা স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার মূর্তি স্থাপনের জন্য গত চার মাস আগে কাজ শুরু হয়েছিল। সামনে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস । তার আগে হয়তো এই মূর্তি সম্পূর্ণ হবে না। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি বলেন কাজটা বন্ধ আছে। সেজন্য আমরা জেলা পরিষদের সভাধিপতিকে জানিয়েছি, যত  শীঘ্র সম্ভব এই কাজ সম্পন্ন করার জন্য। জেলা পরিষদ সূত্রে জানা যায় মূর্তি তৈরি কাজ চলছে। তবে কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টি , হলদিয়া পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন সামন্ত তিনি বলেন শাসক দলের কোনো হেলদোল নেই স্বাধীনতা সংগ্রামীর মূর্তি তৈরির জন্য। সমিতির অফিস রং করা হলো কিন্তু  বিকৃত মূর্তি সেই অবস্থায় রয়ে গেল। অবিলম্বে বিকৃত মূর্তি কাজ সম্পন্ন করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

No comments