Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস.আই.আর. আতঙ্কে মৃত্যুর প্রতিবাদে বিডিওর নিকট বিক্ষোভ-ডেপুটেশন,তমলুক-মেছেদা রাজ্য সড়কে পথ অবরোধ

এস.আই.আর. আতঙ্কে মৃত্যুর প্রতিবাদে বিডিওর নিকট বিক্ষোভ-ডেপুটেশন,তমলুক-মেছেদা রাজ্য সড়কে পথ অবরোধসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : নির্বাচন কমিশনের অপরিকল্পিত এস আই আর প্রক্রিয়া চালুর ফলে গোটা রাজ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্ক…

 




এস.আই.আর. আতঙ্কে মৃত্যুর প্রতিবাদে বিডিওর নিকট বিক্ষোভ-ডেপুটেশন,তমলুক-মেছেদা রাজ্য সড়কে পথ অবরোধ

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : নির্বাচন কমিশনের অপরিকল্পিত এস আই আর প্রক্রিয়া চালুর ফলে গোটা রাজ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্কে গতকাল শহীদ মাতঙ্গিনী ব্লকের বর্ণান গ্রামের মৃত্যুঞ্জয় সরকার নামে এক ৭৩ বছর বয়স্ক মানুষের মৃত্যু হয়। গত ৪ঠা জানুয়ারি বিডিও অফিসের হেয়ারিং এ তিনি কাগজপত্র জমা দিলেও তার আতঙ্ক কাটেনি। বাড়ি ফিরে তিনি ক'দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তারপরে হার্টের সমস্যা দেখা দেয়। প্রথমে জানুসান স্বাস্থ্যকেন্দ্র ও পরে জেলা হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। 

এই ঘটনার প্রতিবাদে এস.আই.আরের নামে রাজ্যজুড়ে প্রকৃত ভোটারদের আতঙ্কিত করার বিরুদ্ধে, মৃত মৃত্যুঞ্জয় সরকারের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এবং সকল প্রকৃত নাগরিকসহ প্রকৃত ভোটারদের আতঙ্কমুক্ত করার দাবিতে আজ শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও'র নিকট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ব্লক কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় এবং বিকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভে নেতৃত্ব দেন-দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস, জেলা কমিটির সদস্য অরুন জানা,বাসুদেব সামন্ত,কার্তিক বেরা,প্রবীর প্রধান প্রমূখ। প্রায় আধ ঘন্টা ধরে তমলুক-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা। বাসের সাধারণ যাত্রীরাও এই আন্দোলনে সামিল হন এবং তারাও সমর্থন জানান।


No comments