Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাথমিক বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যাল

প্রাথমিক বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যালপশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্কুল সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য নির্দেশ জারি করেছিলেন মনী ঋষিদের জন্মদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্মদিন এছাড়াও ফুড ফেস্টিভেল ও পিঠে পুলি পুলি…

 



প্রাথমিক বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যাল

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্কুল সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য নির্দেশ জারি করেছিলেন মনী ঋষিদের জন্মদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্মদিন এছাড়াও ফুড ফেস্টিভেল ও পিঠে পুলি পুলি উৎসব করার জন্য নির্দেশ জারি করেছিলেন সেই অনুযায়ী ডিঘাসীপুর স্পেশাল প্রাইমারি স্কুল পক্ষ থেকে আজ ছাত্রছাত্রীরা ফুড ফেস্টিভ্যাল এবং পৌষ পার্বণের পিঠে পুলি উৎসবে মেতে উঠলেন। স্কুলের শিক্ষক এবং শিক্ষিত্রী অনুপ কুমার জানা, শরৎচন্দ্র সরেন অনুপ্রিয়া জানা প্রধান, আশীষ গায়েন, বিনয় মাইতি মহুয়া দাস শ্যামলী বেরা এবং প্রধান শিক্ষক অনুপ কুমার জানা বলেন প্রায় ৪০ জন ছাত্রছাত্রী আজকের এই ফুড ফেস্টিভ্যাল অংশগ্রহণ করেছেন। আজকে বিরিয়ানি, এগ চাওমিন ,এগ রোল এছাড়া ও পাটিসাপটা দুধপুলি এবং ভাপা পিঠেও আজকের এই ফুড ফেস্টিভ্যালে প্রদর্শন এবং বিক্রি করা হয়। ছাত্রছাত্রীরা বলেন আজকের তাদের হাতে তৈরি যা যা জিনিস এনেছিলেন সবই বিক্রি হয়ে গেছে। একজন ছাত্রী বলেন প্রায় আমার ৪০০ টাকা লাভ হয়েছে। আজকের এই ফুড ফেস্টিভ্যাল কে ঘিরে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়।

No comments