Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জন্মদিনে রক্তদান শিবির

স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির ও মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীত হলদিয়া এঙ্কারেজ রামকৃষ্ণ সেবায়াতন উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্ম দিবস উদযাপিত হয় প্রভাত ফেরী ও রক্তদান শিবিরের মধ্য দিয়ে। রক্তদান শিবিরে ৮০ জন যুব…

 




স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির ও মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীত 

হলদিয়া এঙ্কারেজ রামকৃষ্ণ সেবায়াতন উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্ম দিবস উদযাপিত হয় প্রভাত ফেরী ও রক্তদান শিবিরের মধ্য দিয়ে। রক্তদান শিবিরে ৮০ জন যুবক-যুবতী রক্ত দিলেন সন্ধ্যা থেকে চলছে মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীত।সেবায়তনের সভাপতি দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, স্বামীজির জন্মজয়ন্তী মর্যাদার সঙ্গে উদ্যাপন করেছে সেবায়তন। মূলত সামাজিক কাজে জোর দেওয়া হয়েছে। স্বামীজি উচ্চাঙ্গ সঙ্গীতের ভীষণ কদর করতেন। তাই উচ্চাঙ্গ সঙ্গীতের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে সেবায়তন। তিনি বলেন, সেবায়তন সারা বছর ধরে চিকিৎসা ও শিক্ষার জন্য সেবাকাজ করে। সেবায়তনের একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র রয়েছে। অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি দু'ধরনের চিকিৎসা হয়। শিশুরোগ, স্ত্রী রোগ, দাঁতের রোগ, মনোরোগ, জেনারেল মেডিসিন সহ বিভিন্ন রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। সোম, বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিকেল ও সন্ধ্যায় রোগী দেখেন তাঁরা। প্রতি শনিবার বিকেলে রোগীদের বিনামূল্যে সব ধরনের অ্যালোপ্যাথি ওষুধ দেওয়া হয়। সেবায়তনের সম্পাদক কৃষ্ণপদ পাল বলেন, এলাকার দুঃস্থ পড়ুয়াদের ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞানের বিষয়গুলিতে কোচিং দেওয়া হয় সারা বছর ধরে। ৫৫ জন পড়ুয়াকে ওই কোচিং দেওয়া হয় প্রতিবছর। কোচিংয়ে বই, খাতা ও টিফিনের ব্যবস্থাও করা হয়। এছাড়াও কৃতী মেধাবীদের প্রতিবছর স্কলারশিপ দেওয়া হয়। সেবায়তনের বার্ষিক অনুষ্ঠান কল্পতরু উৎসব, ধর্মসভা ও অন্যান্য অনুষ্ঠান হয় নিয়মিত।

No comments