Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে আসছে না অভিষেক

হলদিয়াতে আসছে না অভিষেক১৫ই জানুয়ারি হলদিয়া তে আসবেন অভিষেক ব্যানার্জি সেজন্যই দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছিল। হলদিয়া সংহতি ময়দান পরিষ্কার গেটে শ্রমিকদের নিয়ে সভা পুরাতন কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন বুথ এলাকায় উন্…

 



হলদিয়াতে আসছে না অভিষেক

১৫ই জানুয়ারি হলদিয়া তে আসবেন অভিষেক ব্যানার্জি সেজন্যই দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছিল। হলদিয়া সংহতি ময়দান পরিষ্কার গেটে শ্রমিকদের নিয়ে সভা পুরাতন কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন বুথ এলাকায় উন্নয়নের পাঁচালী নিয়ে মহিলাদের পাড়া বৈঠক চলছে অব্যাহত। নির্ধারণ ছিল ১৫ই জানুয়ারি নন্দীগ্রাম বিধানসভা এলাকায় হেলিকপ্টারে এসে দুটি সভা করবেন, তারপরেই হলদিয়াতে আসবেন। তৃণমূল কংগ্রেস কোর কমিটির অন্যতম নেতৃত্ব শ্যামল মাইতি জানান নন্দীগ্রামে দুটি সভা পর আসতে দেরি হয়ে যাবে সে জন্যই ১৫ই জানুয়ারি নন্দীগ্রামে দুটি সভা, ২৪ শে জানুয়ারি কাঁথিতে সভা করবেন । বিশেষ সূত্রের খবর সম্ভাব্য ৩১শে জানুয়ারি হলদিয়া সংহতি ময়দানে আসবেন অভিষেক ব্যানার্জি।

No comments