Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বইমেলায় কবিতা বই ও চে গুয়েভারার জীবনী কিনলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী

হলদিয়া বইমেলায় কবিতা বই ও চে গুয়েভারার জীবনী কিনলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীএদিন সন্ধ্যা নাগাদ তিনি বইমেলায় এসে বিভিন্ন স্টলে ঘুরেন ওই সময় মন্ত্রী সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন বেশ কিছু পাঠক। মন্ত্রীকে একগুচ্ছ বই উপহা…

 



হলদিয়া বইমেলায় কবিতা বই ও চে গুয়েভারার জীবনী কিনলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী

এদিন সন্ধ্যা নাগাদ তিনি বইমেলায় এসে বিভিন্ন স্টলে ঘুরেন ওই সময় মন্ত্রী সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন বেশ কিছু পাঠক। মন্ত্রীকে একগুচ্ছ বই উপহার তুলে দিয়েছেন বইমেলা কমিটি। মন্ত্রী বলেন বই উপহার পেড়ে সবচেয়ে খুশি হই মানুষের বোধের বিকাশ ঘটে বই পড়েই পৃথিবীকে আমরা যত জানব আমরা তত এগোতে থাকবো বই পৃথিবীর নানা ঘটনার চেনায় বইমেলা সভ্যতার সাংস্কৃত বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এখানেই বইমেলা সার্থকতা এদিন সন্ধ্যায় বাংলার ইতিহাস ও সামাজিক আন্দোলনের নানা ঘটনা উল্লেখ করার মন্ত্রী বই না পড়লে এসব জানতে পারতাম না। এদিন সন্ধ্যায় মন্ত্রী ও অন্যান্য অতিথিদের পাটিসাপটা নলেন রাইস কেক দিয়ে আপ্যায়ন করে বইমেলা কমিটি। রবিবার ছুটির দিন বই কিনতে এসেছিল আয় ওসি রিফাইনারি এক্সিকিউটিভ ডাইরেক্টর টেকনিক্যাল সুশান্ত কুমার দাস বন্দরের জেনা ম্যানেজারসহ অন্যান্য আধিকারিক এদিন বিকেল থেকে একের পর এক গানের আসরে বইপ্রেমী পাঠক ও দর্শকদের মাতিয়ে দেন মৌসুমী গুছাইদ রিমিতা ভৌমিক মৌসুমী লোকগীতিতে জমে উঠে বইমেলার সন্ধ্যা। বিপুল মান্নার বৃন্দ নাচের মুগ্ধ হন দর্শকরা। বইমেলা কমিটির অন্যতম কর্মকর্তা রাম পদে জানা পরেশ দাস বলেন বইমেলায় বইবৃত্তি ভালো হচ্ছে তবে পাঠাওরা আরো নতুন নতুন ইংরেজি নামি বাংলা প্রকাশনার সংস্থার বই খুঁজছেন। দূর থেকে এসে বই কিনছেন বহু মানুষ। বইমেলায় বইয়ের প্রতি আগ্রহ তৈরি করতে পেরেছে বইমেলার সঙ্গে নাট্যমেলাও হচ্ছে। প্রতিদিন একটি করে নাটক মঞ্চস্থ হচ্ছে। নাটক দেখার জন্য মানুষের ভিড় জমেছে। হলদিয়া পৌরসভার সেলফ হেল্প গ্রুপ মহিলারা হাতের তৈরি সামগ্রী এবং পিঠে বাটিসাপটা দুধপিঠে প্রসাদনে বসেছে মানুষ আসছেন বই কেনার সাথে সাথে পিঠে কিনেও  পৌষ মাসের পিঠে কিনে খাচ্ছেন।

No comments