Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সানসেট ভিউ পয়েন্টে পিকনিক করছেন? কি রয়েছে ওখানে জানিয়ে দিলেন পরিবেশ কর্মী মধুসূদন

সানসেট ভিউ পয়েন্টে পিকনিক করছেন? কি রয়েছে ওখানে জানিয়ে দিলেন পরিবেশ কর্মী মধুসূদনপিকনিক স্পটে তারস্বরে মাইক বাজিয়ে পিকনিক করছেন সপরিবারে কিন্তু কি রয়েছে ওখানে? যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।পৌরসভার সানসেট ভিউ পয়েন্ট বালুঘা…

 

সানসেট ভিউ পয়েন্টে পিকনিক করছেন? কি রয়েছে ওখানে জানিয়ে দিলেন পরিবেশ কর্মী মধুসূদন

পিকনিক স্পটে তারস্বরে মাইক বাজিয়ে পিকনিক করছেন সপরিবারে কিন্তু কি রয়েছে ওখানে? যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।

পৌরসভার সানসেট ভিউ পয়েন্ট বালুঘাটা বনদপ্তরের উদ্যোগে লাগানো হয়েছে হাজার হাজার গাছ এবং গাছে যাতে পাখিদের  কোন অসুবিধা না হয় সেজন্যই নির্দেশ জারি করা হয়েছিল। কোন বক্স বা মাইক বাজানো যাবে না। কিন্তু ছুটির দিনে তারস্বরে মাইক বক্স বাজানোর জন্য বিশেষ করে পাখিদের অসুবিধা হয়েছে। সমাজকর্মী বলেন বালুঘাটা সানসেট ভিউ পয়েন্ট এলাকায় ঝাউবাগানে বিষাক্ত সাপ ছাড়া হয়েছে । যে কোন মুহূর্তে আপনাদের প্রাণ চলে যেতে পারে। সেই জন্য ওই এলাকায় পিকনিক করার যাতে না হয় সেজন্যই বনদপ্তর এর উদ্যোগেই বন্ধ করা হয়েছে পিকনিক। কিন্তু তিনি জানতে পারলেন ছুটির দিন থাকার ওই জায়গায় পিকনিক করেন বহু মানুষ তারকেশ্বরে বক্স বা মাইক বাজিয়েছেন। যদি সংবাদ মাধ্যমে জানালেন কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো কারণ ওখানে ছাড়া হয়েছে বিষাক্ত সাপ তাই যারা ওই জায়গায় পিকনিক করতে যাচ্ছেন তাদেরকে তিনি সতর্ক করলেন। ওই সকল জন্তু-জানোয়ারদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য মাইক বাজানো থেকে বিরত থাকতে বললেন। সানসেট ভিউ পয়েন্টে কোন পিকনিক না করে অন্যত্র পিকনিক করার জন্য তিনি অনুরোধ করলেন এবং তারস্বরে যাতে মাইকে না বাজানো হয় তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তিনি অনুরোধ করলেন তবে যা তিনি মুখে বললেন শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।

No comments