// জাস্টিস / ন্যায়বিচার //মনোজিৎ দাস
আমার তো দুঃখ ও আঘাত দেওয়ার কথা নয় !কারন আমি মানুষকে ভালবাসি ,সব ধর্মে বিশ্বাসী।তবুও মুন্ডুপাত ,গড়াগড়ি যায়মহানগরীর কোনায় কোনায়।যোগ্য শিক্ষক গড়াগড়ি যায় রাস্তায়,অভয়া থেকে তামান্নার ঘ…
// জাস্টিস / ন্যায়বিচার //
মনোজিৎ দাস
আমার তো দুঃখ ও আঘাত
দেওয়ার কথা নয় !
কারন আমি মানুষকে ভালবাসি ,সব ধর্মে বিশ্বাসী।
তবুও মুন্ডুপাত ,গড়াগড়ি যায়
মহানগরীর কোনায় কোনায়।
যোগ্য শিক্ষক গড়াগড়ি যায় রাস্তায়,
অভয়া থেকে তামান্নার ঘর শূন্য আরণ্যক।
সুখ শান্তি এখনতো লাশ কাটা ঘরে।
শুধু মুখ বন্ধের অনুদান -
টিকে থাকার আশ্চর্য টনিক ও টেকনিক -
টিকটিরাও বলছে ঠিক ঠিক।।
শিল্প বাণিজ্য চলে গেছে
শুধু মেলায় , খেলায়।
জাস্টিস শুধু মাথা কুঁড়ে মরে
প্রতিটি মানুষের ঘরে ঘরে।।
জয় হোক মানবতার
বিলাপ নয় , বিপ্লব আসুক ঘুরে ফিরে।।
No comments