// স্বাধীনতা //মনোজিৎ দাস।।
স্বাধীনতা তুমি কার ?যেখানে সরকার ও রাজনীতি একাকার,আমি তার।
স্বাধীনতা তুমি কার ?শুধু মিথ্যা প্রতিশ্রুতি আর পদে থেকে হুংকার আমি তার।
স্বাধীনতা তুমি কার ?স্বাধীনতা দিবসেও শিক্ষা ও স্বাস্থ্যের উপর আঘাত ,আম…
// স্বাধীনতা //
মনোজিৎ দাস।।
স্বাধীনতা তুমি কার ?
যেখানে সরকার ও রাজনীতি একাকার,আমি তার।
স্বাধীনতা তুমি কার ?
শুধু মিথ্যা প্রতিশ্রুতি
আর পদে থেকে হুংকার
আমি তার।
স্বাধীনতা তুমি কার ?
স্বাধীনতা দিবসেও
শিক্ষা ও স্বাস্থ্যের উপর আঘাত ,
আমি তার।
স্বাধীনতা তুমি কার ?
দিনে দিনে রক্তাক্ত রাজপথ রক্ত করবীর ফুলের মত রক্তাক্ত হবে
আমি তার।।
No comments