সরকারি কলেজে জব ট্রেনিং এর পর পাঠানো হয়েছিল পুনেতে এক রাশ হতাশ নিয়ে ফিরলেন
চলতি মাসে জব ট্রেনিংয়ের নাম জব ফেয়ার হয়েছিল হলদিয়া আইটিআই সরকারি কারিগরি কলেজে। সেখান হলদিয়ার কারিগরি কলেজ থেকে ৩২ জন ছাত্রকে পুনেতে একটি কারখানায় …
সরকারি কলেজে জব ট্রেনিং এর পর পাঠানো হয়েছিল পুনেতে এক রাশ হতাশ নিয়ে ফিরলেন
চলতি মাসে জব ট্রেনিংয়ের নাম জব ফেয়ার হয়েছিল হলদিয়া আইটিআই সরকারি কারিগরি কলেজে। সেখান হলদিয়ার কারিগরি কলেজ থেকে ৩২ জন ছাত্রকে পুনেতে একটি কারখানায় ট্রেনিং দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে ছাত্ররা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাড়ি ফিরলেন।
ছাত্ররা নিজেরা লিখে পাঠিয়েছেন কি লিখেছেন যা দেখলেও আপনি অবাক
আমাদের (14/01/2026)এ HALDIA GOVT.ITI থেকে on job training(OJT) এর জন্য PPOস্যার স্বপন দে এর দায়িত্ব পুনেতে পাঠানো হয়েছিল সমস্ত ট্রেড মিলিয়ে ৩২ জন ছাত্রকে । আমরা পুনে স্টেশনে পৌঁছেছিলাম 16/01/2026 এ ওখানে গিয়ে আমাদের TSPL group এর থেকে দুইজন আমাদের নিতে এসেছিল তারা আমাদের সকলের ব্যাগ নিয়ে চলে গিয়েছিল এবং আমাদের সকলকে নিজের খরচায় TSPL group যেতে হয়েছিল আমাদের প্রথমে সকলকে বলা হয় তোমরা কোন কোম্পানিতে কাজ করতে চাও তখন আমরা সকলে জানাই যে আমরা এখানে 3 months ট্রেনিং এর জন্য এসেছি HAIER company তে ,ওখান থেকে আমাদের সেদিন জানানো হয় ওখানে কাউকে নেওয়া হবে না ।এসব বলে আমাদের সেদিন কাউকে কোন রুম দেওয়া হয়নি ।রাত সাড়ে ১১ টা নাগাদ সকলকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলএবং যে রুমগুলো দিয়েছিল সেগুলো তো কোনো জানালা দরজার কোন কিছু ব্যবস্থা ছিল না ।পরের দিন(17/01/2026) আবার TSPL group এ ডাকা হয় সেখান থেকে আমাদের tata fiat India automobiles vt.Ltd company তেল নিয়ে যাওয়া হয়। সেখানে সকালের মেডিকেল টৈস্ট করে, মেডিকেল টেস্ট চলাকালীন আমাদের একটি ছাত্র এটি তিন মাসের ট্রেনিং বলে ছিল বলে তাকে অফিসে নিয়ে এসে মারার হুমকি দেওয়া হয় ।আবার ঐদিন বিকালে ওই কোম্পানি বাদ দিয়ে আলাদা আবার একটি কোম্পানির কথা বলেছিল এইভাবে আমরা দুদিন না খেয়ে ঘুমিয়ে কাটিয়েছিলাম পরের দিন চোরের মত সকলে পালিয়ে আসি খুব ভোরের বেলায় এই সমস্ত কিছু ব্যাপার কলেজের সমস্ত চেয়ারম্যান কে জানিয়েছিলাম তা সত্ত্বেও কেউ আমাদের কোন রকম সাহায্য করেনি। যার ফলে আমরা সকলে পালিয়ে আসতে বাধ্য হই ।তাই এখন আমাদের সকলের আবেদন আমাদের খরচ হওয়া সমস্ত টাকা কলেজকে ফেরত দিতে হবে আর এই ঘটনা পুনরায় যেন না হয় তার জন্য কলেজের প্রিন্সিপাল কে কড়া ব্যবস্থা নিতে হবে ।

No comments