এস আই আর দ্বিতীয়বার নোটিশ জারি, রাস্তা অবরোধ করে বিক্ষোভ
গত কয়েকদিন আগেই বি এল ও যারা ছিলেন তারা বিডিওর নিকট ডেপুটেশন দিয়েছিলেন অর্থাৎ দ্বিতীয়বার যে নোটিশ জারি করা হচ্ছে সেখানে বিএলওরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে পারে বলে ত…
এস আই আর দ্বিতীয়বার নোটিশ জারি, রাস্তা অবরোধ করে বিক্ষোভ
গত কয়েকদিন আগেই বি এল ও যারা ছিলেন তারা বিডিওর নিকট ডেপুটেশন দিয়েছিলেন অর্থাৎ দ্বিতীয়বার যে নোটিশ জারি করা হচ্ছে সেখানে বিএলওরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে পারে বলে তবে জানতে পারা গিয়েছিল। সেজন্যই বিএল ওরাও দাবি করেছিলেন লিখিত নোটিশ জারি করা এবং বিএল ও দের ট্রেনিং করে জানিয়ে দেওয়ার জন্য। বিডিও জানিয়েছিলেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। নোটিশ জারি হয়েছে, সে নিয়ে বিভিন্ন বুথ এলাকায় বিক্ষোভ দেখানো শুরু করেছেন। বিশেষ করে ২০০৫ সালে যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তাদেরকেও নতুন করে হয়রানি করা হচ্ছে, এলাকার ভোটাররা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু জনপ্রতিনিধি কিন্তু পাশে নেই তাই বিক্ষোভকারীরা বলেন হলদিয়া উন্নয়ন ব্লক ডেভলপমেন্ট আধিকারিক আমাদের কাছে এসে আমাদের বক্তব্য শুনতে হবে।তিনি আরো বলেন হলদিয়া মোরান রাস্তা থেকে চৈতন্যপুর পর্যন্ত গ্রামীণ সড়ক রয়েছে যে সড়ক দিয়ে বহু মানুষের শিল্প শহরের সঙ্গে যোগাযোগ রয়েছে হলদিয়া কোর্ট রয়েছে সেই রাস্তা বেহাল রয়েছে আমরা স্থানীয় পঞ্চায়েত এবং জেলা পরিষদের সদস্যকে জানিও কোন কাজ হয়নি। সংবাদমাধ্যমকে জানালেন বিক্ষোভকারী শেখ মোর্শেদ আলী।

No comments