এসআইআর নিয়ে দ্বিতীয় বার জন শুনানি নোটিশ জারি করায় বি এল ও দের মানসিক চাপ বাড়ছে সে জন্যই গণ ইস্তফার দাবি নিয়ে ডেপুটেশন!এসআইআর কাজ গত দুমাস আগে থেকেই শুরু হয়েছে। স্কুলের প্রাইমারি শিক্ষকদের মূলত এই কাজ দেওয়া হয়েছে। প্রতিন…
এসআইআর নিয়ে দ্বিতীয় বার জন শুনানি নোটিশ জারি করায় বি এল ও দের মানসিক চাপ বাড়ছে সে জন্যই গণ ইস্তফার দাবি নিয়ে ডেপুটেশন!
এসআইআর কাজ গত দুমাস আগে থেকেই শুরু হয়েছে। স্কুলের প্রাইমারি শিক্ষকদের মূলত এই কাজ দেওয়া হয়েছে। প্রতিনিয়ত আপডেট আসছে আর সেজন্যই বিএল ও যারা কাজ করছেন তারা খুবই চাপের মধ্যে রয়েছেন বলে জানালেন। বিক্ষোভকারীরা জানান নির্বাচন কমিশনের সঠিক গাইডলাইন না থাকার বিভ্রান্ত হচ্ছে এস আই আর কাজ নিয়ে। মহিষাদল বিধানসভা এবং হলদিয়া বিধানসভা মিলে প্রায় ১৪৭ জন বিএর ও রয়েছেন। আজ ১৬ জানুয়ারি শুক্রবার হলদিয়া উন্নয়ন ব্লকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গণ ডেপুটেশন দিলেন। বিক্ষোপকারী গণ বলেন যদি লিখিত নোটিশ জানি না হয় তাহলে আগামী দিনে বিএল ও রা ইস্তফা দিবেন। বিক্ষোভকারীদের মধ্যে অনুপ কুমার পাঁজা বলেন আমরা গত দুমাস আগে থেকে বি এল ও কাজ করে আসছি অ্যাপে যে গাইড লাইন গুলো আছে সেই গাইড লাইন অনুযায়ী আমরা সমস্ত কাজ করেছি। কিন্তু গতকাল রাতে হঠাৎ অ্যাপে যে কাগজগুলো চাইছে সেগুলো একবার জমা দেওয়া হয়েছে আবার যদি আমরা চাইতে যাই তাহলে সাধারণ মানুষ আমাদের ভুল বুঝবে। আর ও বলেন একটা প্রাইমারি স্কুলের থেকে প্রায় তিন জন থেকে চারজনকে এই বি এল এর কাজে যুক্ত করা হয়েছে। তারই মধ্যে স্কুলের বাৎসরিক অনুষ্ঠান আগামী দিনে সরস্বতী পূজো এখন বর্তমান স্কুলে ভর্তির কাজ চলছে তার উপর এই বাড়তি নিয় মিত আপডেট আসছে সে জন্যই আতঙ্কিত হয়ে রয়েছে বিএল ও। মোট ১৪৭ জন বি এল ও রয়েছে আজকে হলদিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি। শাসক এবং বিরোধী দলের নেতৃত্বদের কাদা ছোড়াছুড়ি রয়ে গেল। কিন্তু ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি কি বলেন যা শুনে আপনি অবাক। তাদের দাবি রেখেছেন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা সমস্ত বিষয় জানিয়েছি যেভাবে যেভাবে আমাদের গাইর্ড লাইন দেবেন সেভাবেই আমরা BLOদের জানাবো।
No comments