হলদিয়ার লিংক রোডে পথ দুর্ঘটনায় জখম ২জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। প্রতিটি থানার উদ্যোগে স্কুলের কলেজে ছাত্রছাত্রীদের পরিবারের লোকজনকে রাস্তায় বাইক এবং গাড়ি চালানোর জন্য সচেতন করানো হয় এই কর্মসূচি চল…
হলদিয়ার লিংক রোডে পথ দুর্ঘটনায় জখম ২
জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। প্রতিটি থানার উদ্যোগে স্কুলের কলেজে ছাত্রছাত্রীদের পরিবারের লোকজনকে রাস্তায় বাইক এবং গাড়ি চালানোর জন্য সচেতন করানো হয় এই কর্মসূচি চলছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে স্বয়ংসিদ্ধা কর্মসূচি।
হলদিয়া সিটি সেন্টার থেকে দুর্গাচক লিংক রোড রিলায়েন্স তেল কারখানার সামনে। কাটিং সেখানেই ডাম্পারের ধাক্কায় আহত হয়েছেন বাইক আরোহী। ঘটনাস্থল থেকে এলাকার মানুষ দুইজনকে তুলেই দুর্গাচক হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। সূত্রে জানা যায় বাইক দুর্ঘটনায় কবলে নব দম্পতি বাইক আরোহী মৃত্যুবরণ করেছেন । হলদিয়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ড ইন্দ্রজিৎ পাত্র বয়স প্রায় ২২ বিশেষ সূত্রে জানা যায় গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বাড়ি থেকে সিটি সেন্টারের দিকে আসছিলেন ইন্দ্রজিৎ এবং তার স্ত্রী, আসার পথেই এই দুর্ঘটনা। এই খবর পেতেই এলাকায় চাঞ্চল ও সৃষ্টি হয়। এই দুর্ঘটনা তদন্তে নেবেছেন ভবানীপুর থানার পুলিশ।

No comments