Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এসআইআর সহায়তা শিবির ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির এসআইআর সহায়তা শিবির ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
 এসআইআর শুনানিতে উত্তেজনা ছড়ালো হলদিয়ায়। শুনানি শিবিরের বাইরে বিজেপির সহায়তা ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। এমনকি বিজেপির বিএলও-২ কে মারধর করার অভ…

 



বিজেপির এসআইআর সহায়তা শিবির ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


 এসআইআর শুনানিতে উত্তেজনা ছড়ালো হলদিয়ায়। শুনানি শিবিরের বাইরে বিজেপির সহায়তা ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। এমনকি বিজেপির বিএলও-২ কে মারধর করার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হলদিয়া ব্লকের বিডিও অফিসে। বিজেপি কর্মীদের অভিযোগ, ব্লক অফিসের বাইরের পাশাপাশি দুটি শিবির ছিল তৃণমূল ও বিজেপির। ক্যাম্প চলাকালীন আচমকাই এক তৃণমূল কর্মী বিজেপির বিএলও-২ আব্দুল মাজেদ কে জামার কলারে ধরে সংখ্যালঘু হয়ে কেন বিজেপি করছে জানতে চান। এরপরেই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বিজেপির সহায়তা ক্যাম্পে ফেস্টুন ছিঁড়ে চেয়ার,টেবিল ফেলে দেওয়ার অভিযোগ উঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

এই ঘটনায় বিজেপির হলদিয়া শহর মণ্ডল-৫ সভাপতি কার্তিক চন্দ্র দাস বলেন, 'আমাদের ক্যাম্পে সকাল থেকেই মানুষের ভিড় ছিল। এক তৃণমূল কর্মী আচমকাই আমাদের ক্যাম্পে এসে হামলা চালিয়েছে। এক কর্মীকে মারধর করেছে। আমরা বিডিও ও নির্বাচন কমিশন কে অভিযোগ জানিয়েছি।' এই ঘটনার পর স্থানীয় ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি। হলদিয়া ব্লক তৃণমূলের সভাপতি অশোক মাইতি বলেন, 'ক্যাম্পে কি ঘটনা ঘটেছে কর্মীদের সঙ্গে আলোচনা করে জানাবো।'

No comments