Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা প্রাণনাথ শেঠ সম্পাদিত পাখি সংখ্যা!

প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা প্রাণনাথ শেঠ সম্পাদিত পাখি সংখ্যা!৭ ই ডিসেম্বর রবিবার বিশিষ্ট কবি লেখক শিক্ষক গায়ক বিভিন্ন ক্ষেত্রে গুণীজনের উপস্থিতিতে সাহিত্য পত্রিকা মেঘবল্লরী সম্পাদক প্রাননাথ শেঠ সম্পাদিত পাখি সংখ্যা প্রকাশিত হয…

 

প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা প্রাণনাথ শেঠ সম্পাদিত পাখি সংখ্যা!

৭ ই ডিসেম্বর রবিবার বিশিষ্ট কবি লেখক শিক্ষক গায়ক বিভিন্ন ক্ষেত্রে গুণীজনের উপস্থিতিতে সাহিত্য পত্রিকা মেঘবল্লরী সম্পাদক প্রাননাথ শেঠ সম্পাদিত পাখি সংখ্যা প্রকাশিত হয়। পত্রিকার মড়ক উন্মোচন করেন খেজুরি কলেজের প্রাক্তন অধ্যাপক গবেষক অসীম কুমার মান্না, উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সুজিত ভৌমিক আলোচক আরিফ ইকবাল খান। পরানচক শিক্ষা নিকেতন দ্বিতলে সাহিত্য সভায় হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির পাখি সম্বন্ধে আলোচিত গ্রন্থ প্রকাশিত হয়। সম্পাদক প্রাণনাথ শেঠ বলেন আমরা দেখতে দেখতে প্রায় দশটি সংখ্যা প্রকাশিত হয়েছে আগামী দিনে আরো সংখ্যা প্রকাশিত হবে সকলের কলমের লেখনীতে এই পত্রিকা সমৃদ্ধ হয়েছে সেজন্য সকল লেখক লেখিকা উপস্থিত কবি সাহিত্যিক প্রাবন্ধিক সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাই।

No comments