Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্রমবর্দ্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে অঙ্গীকার যাত্রার সমর্থনে সাইকেল মিছিল

ক্রমবর্দ্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে অঙ্গীকার যাত্রার সমর্থনে সাইকেল মিছিলসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রাজ্য জুড়ে ক্রমবর্দ্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বিশিষ্ট মহিলাদের আহ্বানে আগামী ৯ থেকে ১৬ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন প্…

 



ক্রমবর্দ্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে অঙ্গীকার যাত্রার সমর্থনে সাইকেল মিছিল

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রাজ্য জুড়ে ক্রমবর্দ্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বিশিষ্ট মহিলাদের আহ্বানে আগামী ৯ থেকে ১৬ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে(ঝাড়গ্রাম -পুরুলিয়া-কোচবিহার-কাকদ্বীপ) অঙ্গীকার অভিযাত্রীরা ১৬ই ডিসেম্বর "নির্ভয়া দিবসে " কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মুখস্থ বিদ্যাসাগর মূর্তির পাদদেশে উপস্থিত হবেন। ঝাড়গ্রাম,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের অভিযাত্রীরা আগামী ১৩ ই ডিসেম্বর ঐতিহাসিক তমলুক শহরের মানিকতলার মাতঙ্গিনী মূর্তির সামনে উপস্থিত হয়ে শহর পরিক্রমা করে হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ হয়ে মেচেদার বিদ্যাসাগর মূর্তির সামনে চারটে ত্রিশ মিনিটে আসবে। এই অঙ্গীকার যাত্রার সমর্থনে আজ শতাধিক ছাত্র-যুবক-স্বাস্থ্যকর্মী-শিক্ষকেরা নোনাকুড়ির বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করে  রামতারক-বুড়ারী হয়ে মেছেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে উপস্থিত হন। অন্যদিকে অঙ্গীকার যাত্রার ঐ কর্মসূচি সমর্থনে কোলাঘাটের ঝোকুড়কুলে মহিলাদের এক সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ডা: শ্রাবন্তী মন্ডল। 



No comments