প্রয়াত রাজা সতী প্রসাদ গর্গের ১৪৩ তম জন্মদিনে কাবাস এরিয়া থেকে মহিষাদল রাজ কলেজ পর্যন্ত রাস্তা নামকরণের দাবি করলেন রাজ পরিবার। রাজা সতীশ প্রসাদ গর্গ মহিষাদল রাজ পরিবারের রাজবাড়ীর একজন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন যিনি তার জমিদারী উ…
প্রয়াত রাজা সতী প্রসাদ গর্গের ১৪৩ তম জন্মদিনে কাবাস এরিয়া থেকে মহিষাদল রাজ কলেজ পর্যন্ত রাস্তা নামকরণের দাবি করলেন রাজ পরিবার।
রাজা সতীশ প্রসাদ গর্গ মহিষাদল রাজ পরিবারের রাজবাড়ীর একজন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন যিনি তার জমিদারী উন্নয়নে এবং জনহিতকর কাজের উদারতার জন্য পরিচিত ছিলেন তিনি এই রাজ্যতে দায়িত্বে থাকাকালীন অনেক সংস্কার মূলক কাজ করার এবং জনসাধারণের জন্য অনুদান দিতে সর্বদা প্রস্তুত থাকতেন যা তার বংশধরের কাছে একটি অনুপ্রেরণা। বর্তমান রাজ পরিবারের উদ্যোগে আজ রাজা সতীপ্রসাদ গর্গের ১৪৩ তম জন্মজয়ন্তী উদযাপিত হয় উপস্থিত ছিলেন হলদিয়া শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন আধিকারিক এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রাজ পরিবারের বর্তমান কনিষ্ঠ সদস্য ও রুদ্রপ্রসাদ গর্গ সংবাদ মাধ্যমে জানালেন রাজা সতী প্রসাদ গর্গ তিনি ছিলেন রাজ পরিবারের একজন প্রধান সদস্য এবং এই রাজত্বের দায়িত্বে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তার উদারণতা সবচেয়ে উল্লেখযোগ্য গুন ছিল তা জনহিতকর কাজে অনুদান দেওয়া মানসিকতা ছিল। তিনি তার জমিদারিতে অনেক উন্নয়নমূলক ও প্রয়োজনীয় কাজ করেছিলেন যা এর সমাজের মূল্য বৃদ্ধি করেছিল। রাজা সতী প্রসাদ গর্গের রানী ছিলেন ললিনী দেবী এবং তার দুই পুত্র ছিলেন কুমার দেবপ্রসাদ গর্গ ও কুমার শক্তি প্রসাদ গর্গ। আজ সেই পরিবারের উদ্যোগে তার জন্মবার্ষিকী পালন করা হয় তার দর্শন তার মূল মন্ত্রকে এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ১৯১৭ সালে রেকর্ড অফ রাইট এর জমিদার হিসেবে উল্লেখ করা হয়েছিল তাকে। সূত্রে জানা যায় রাজা সতীপ্রসাদ গর্গ মহিষাদল রাজবাড়ির ইতিহাসে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব যিনি তার প্রজাদের কল্যাণমূলক কাজের জন্য স্মরণীয় হয়ে রয়েছে। পরিবারের তরফ থেকে আজ কাবাসএরিয়া জাতীয় সড়ক ১১৬ থেকে মহিষাদল কলেজ পর্যন্ত মহিষাদল রাজ পরিবারের সড়ক নামেই পরিচিত। সেই সড়কের নাম রাজা সতী প্রসাদ গর্গ সড়ক নামে ঘোষণা করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলেন বর্তমান রাজ পরিবারের কনিষ্ঠ সদস্য রুদ্রপ্রসাদ গর্গ।

No comments