Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্রমবর্ধমান নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর মর্যাদা রক্ষার্থে ঘাটালে অঙ্গীকার যাত্রা

ক্রমবর্ধমান নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর মর্যাদা রক্ষার্থে ঘাটালে অঙ্গীকার যাত্রাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  ১২ ডিসেম্বর-ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে,অভয়ার ন্যায় বিচার সহ নারীর মর্যাদা রক্ষার দাবীতে "জাগো…

 


   ক্রমবর্ধমান নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর মর্যাদা রক্ষার্থে ঘাটালে অঙ্গীকার যাত্রা

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  ১২ ডিসেম্বর-ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে,অভয়ার ন্যায় বিচার সহ নারীর মর্যাদা রক্ষার দাবীতে "জাগো নারী জাগো বহ্নিশিখা" সংস্থার উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক মহিলা ৯ ই ডিসেম্বর বেগম  রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন থেকে যাত্রা শুরু করে ১৬ ই ডিসেম্বর নির্ভয়া দিবসে রাজ্যের চার(কোচবিহার-কাকদ্বীপ-পুরুলিয়া-ঝাড়গ্রাম)প্রান্ত থেকে সমস্ত জেলা পরিক্রমা করে কলকাতায় পৌঁছাবেন। সেই মহতী উদ্যোগকে সংহতি জানিয়ে আজ ঘাটাল মহকুমায় গঠিত অঙ্গীকার যাত্রা প্রস্তুতি কমিটি ঘাটালের বিবেকানন্দ মোড়,ময়রাপুকুর থেকে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ পর্যন্ত এক পদযাত্রা,সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ট্যাবলো, মনীষীদের ছবি,বাণী ও দাবী সম্বলিত প্ল্যাকার্ডে সুসজ্জিত ছিল ওই পদযাত্রা। পদযাত্রা কর্মসূচির প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বিদ্যাসাগর মূর্তিতে এবং কলেজ মোড়ে ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান করেন কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষিকা বিদুষী মান্না। মূর্তির পাদদেশে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ব্যায়াম প্রদর্শন,সাঁওতালি নৃত্য সহ গান,আবৃত্তি ও নাচ পরিবেশিত হয়। বক্তব্য রাখেন কমিটির বিদুষী মান্না,যুগ্ম সম্পাদক অধ্যাপিকা অর্পিতা মণ্ডল ও সিস্টার রিক্তা মাজী, আশাকর্মী ইউনিয়নের মায়াবতী দাস,পাপিয়া ব্যানার্জী,এ্যাডভোকেট দেবপ্রসাদ পাঠক ব্যানার্জী প্রমুখ ব্যক্তিবর্গ। 

বিদুষী মান্না বলেন, কোচবিহার, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ও কাকদ্বীপ থেকে যে অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে তাকে আমরা সংহতি জ্ঞাপন করছি। এই উদ্যোগের মধ্যে দিয়ে নতুনভাবে নারীদের মর্যাদা রক্ষার আন্দোলন শুরু হোল।



কৃষি 

No comments