হলদিয়া রিফাইনারি গেটে শ্রমিকদের অনশন ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে সকাল ৮টা থেকে চলবে ৬টা পর্যন্ত।হলদিয়া আইও সি এল কর্তৃপক্ষের বাঁধা সিআইএসএফ উপেক্ষা করেই অনশন ও ধর্ণা কর্মসূচিতে শ্রমিকরা। সিআইটিইউ হলদিয়া আইও সি এল সমন্বয়ের ডাকে…
হলদিয়া রিফাইনারি গেটে শ্রমিকদের অনশন ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে সকাল ৮টা থেকে চলবে ৬টা পর্যন্ত।
হলদিয়া আইও সি এল কর্তৃপক্ষের বাঁধা সিআইএসএফ উপেক্ষা করেই অনশন ও ধর্ণা কর্মসূচিতে শ্রমিকরা। সিআইটিইউ হলদিয়া আইও সি এল সমন্বয়ের ডাকে ৪ দফা দাবি ভিত্তিতে সকাল থেকে শুরু হয়েছে অনশন ও ধর্না। যদিও অনশন শুরুর সময় বাধা প্রাপ্ত হয় হলদিয়া রিফাইনারি আইওসিএল সিআইএসএফ এর কাছে। বাঁধা কে অতিক্রম করে বামপন্থী শ্রমিক সংগঠন ডাকে অনশন ধর্ণায় সামিল হলেন। তাদের দাবি জুলাই ২০২১ থেকে বকেয়া মজুরি সংশোধন সি ও ডি অবিলম্বে কার্যকর করতে হবে। বৎসরের দুইবার পুলিশ ভেরিফিকেশনের অমানবিক নিয়ম বাতিল করে দীর্ঘ মেয়াদী ব্যবস্থা চালু করতে হবে। সময় মত পূর্ণমজুরি প্রধানের নিশ্চয়তকরণ। শ্রম আইন লঙ্ঘন বন্ধ হোক। ইপিএস ৯৫ উচ্চতর পেনশনের জন্য প্রয়োজনীয় নথি দ্রুত ইপিএফও তে জমা দিতে হবে। ioc হলদিয়া রিফাইনারি চুক্তিভিত্তিক শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে সকাল থেকে শুরু হয়েছে হলদিয়া রিফাইনারি আইওসি এক নম্বর গেটে বামপন্থী শ্রমিক সংগঠন ধর্না অনশন কর্মসূচি। জানালেন অন্যতম নেতৃত্ব পরিতোষ পট্টনায়ক।

No comments