হলদিয়া জন শিক্ষণ সংস্থার উদ্যোগে জ্যাম জেলি তৈরি ট্রেনিংয়ে কি বললেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী
আজ ভারত সরকারের অধীনস্থ জন শিক্ষন সংস্থান--হলদিয়ার পরিচালনায় কোলাঘাট ব্লকের ভোগপুর জয় মা কালী স্পোর্টিং ক্লাবে মহিলাদের স্বনির্ভরতা…
হলদিয়া জন শিক্ষণ সংস্থার উদ্যোগে জ্যাম জেলি তৈরি ট্রেনিংয়ে কি বললেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী
আজ ভারত সরকারের অধীনস্থ জন শিক্ষন সংস্থান--হলদিয়ার পরিচালনায় কোলাঘাট ব্লকের ভোগপুর জয় মা কালী স্পোর্টিং ক্লাবে মহিলাদের স্বনির্ভরতার উদ্দেশ্যে পাঁপড়, জ্যাম, জেলী ও আচার তৈরির প্রশিক্ষণ শুরু হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী বিপ্লব রায়চৌধুরী। উপস্থিত ছিলেন সংস্থানের অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় ও এপিও উদয় শঙ্কর মন্ডল ও ক্লাবের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রী বিপ্লব রায়চৌধুরী বলেন দেশের জন সংখ্যা বাড়ছে তাই প্রত্যেককে স্বনির্ভর হওয়ার জন্য এই ধরনের প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। সবাই কে যত্নসহকারে প্রশিক্ষণ গ্রহণ করার কথা বলেন। তিনি বলেন জন শিক্ষন সংস্থান যেন গ্রামের মহিলাদের এই ধরনের প্রশিক্ষণ চালিয়ে যান। তাঁর সুচিন্তিত বক্তব্য প্রত্যেককেই আগ্রহী করে তোলে। সংস্হানের অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় তাদের জেলাব্যাপী প্রশিক্ষণ সংক্রান্ত কর্মকান্ডের কথা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন এধরনের প্রশিক্ষণ মানুষের পারিবারিক আয় বৃদ্ধিতে সাহায্য করে। আরও বলেন শিক্ষার্থীরা যদি ভালো করে প্রশিক্ষণ নেন তাহলে তারা ব্যবসার জন্য রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন। প্রশিক্ষণ শেষে সবাই ভারত সরকার কর্তৃক সার্টিফিকেট পাবেন। বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অনেক স্হানীয় মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়। ক্লাবের সঞ্চালক সবাই কে ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে ও জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

No comments