হলদিয়া স্টেশনগুলি ঘুরে দেখলেন খড়গপুর বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারহলদিয়া ডক কমপ্লেক্স স্টেশন এবং পাঁশকুড়া চলমান অমৃত স্টেশনের কাজ পরিদর্শনে এলেন খড়গপুর বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ললিত মোহন পান্ডে।পূর্ব মেদিনীপুর…
হলদিয়া স্টেশনগুলি ঘুরে দেখলেন খড়গপুর বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার
হলদিয়া ডক কমপ্লেক্স স্টেশন এবং পাঁশকুড়া চলমান অমৃত স্টেশনের কাজ পরিদর্শনে এলেন খড়গপুর বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ললিত মোহন পান্ডে।পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ডক কমপ্লেক্স স্টেশন, হাতিবেরিয়া স্টেশন এবং পাঁশকুড়া হলদিয়া চলমান অমৃত স্টেশনের কাজ পরিদর্শনে আজ খড়গপুর ডিভিশনের রেলওয়ে ম্যানেজার ললিত মোহন পান্ডে পরিদর্শনে এলেন। হলদিয়ার ডি আর এম গুরুত্বপূর্ণ অপারেশনাল পয়েন্টগুলি পরিদর্শন করেন। এবং নিরাপদ ট্রেন পরিচালনা নিশ্চিত করা এবং হলদিয়া স্টেশনে যাত্রীদের সুযোগ-সুবিধা বিষয় পরিদর্শন করেন। রেলওয়ে যাত্রী সুরক্ষা কমিটির পক্ষ থেকে যাত্রীদের নিরাপদ ভ্রমণ এবং প্রত্যেকটি স্টেশনের আধুনিকরণ করার দাবি নিয়ে প্রায় পাঁচ দফা দাবি সনদ জমা দিলেন।

No comments