কাজের দাবিতে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষদের বিক্ষোভউদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাজের দাবিতে হলদিয়ার হিন্দুস্তান ইউনিলিভার কারখানার গেটে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। সোমবার সকালে হলদিয়া পুরসভার ৮ নম্বর…
কাজের দাবিতে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষদের বিক্ষোভ
উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাজের দাবিতে হলদিয়ার হিন্দুস্তান ইউনিলিভার কারখানার গেটে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। সোমবার সকালে হলদিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে হিন্দুস্তান ইউনিলিভার কারখানা গেটে প্ল্যাকার্ড হাতে নিয়ে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিক্ষোভে সামিল হয়। ঘটনাস্থলে পৌঁছয় হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি কারখানা কর্তৃপক্ষ এলাকার বাসিন্দাদের কাজের অগ্রাধিকার না দিয়ে অর্থের বিনিময়ে বাইরে থেকে লোক এনে কাজে নিযুক্ত করছে। উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত তারা বারে বারে কর্তৃপক্ষকে জানিয়ে না শোনার জন্য বাধ্য হয়ে আজ সকাল থেকে তাদের দাবী দাওয়া নিয়ে গেট অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন যে সরকারের বিভিন্ন মন্ত্রী আমলা জেল খাটে সেই সরকারের কাছে কি আর এলাকার মানুষ আশা করে । কোর কমিটির নাম করে বিভিন্ন ইউনিয়নের নেতৃত্বরা তোলা আদায় করে কারখানায় শ্রমিক ঢুকিয়ে দিচ্ছে না। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

No comments