Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রেলের 'ক্যাটেল ক্রসিং' এর নামে আন্ডারপাশ নির্মানের ওয়ার্ক অর্ডার ইস্যুর পরিপ্রেক্ষিতে বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া

রেলের 'ক্যাটেল ক্রসিং' এর নামে আন্ডারপাশ নির্মানের ওয়ার্ক অর্ডার ইস্যুর পরিপ্রেক্ষিতে বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়াভোগপুর স্টেশন সংলগ্ন স্থানে রেলের 'ক্যাটেল ক্রসিং' এর নামে আন্ডারপাশ নির্মানের ওয়ার্ক অর্ড…

 


রেলের 'ক্যাটেল ক্রসিং' এর নামে আন্ডারপাশ নির্মানের ওয়ার্ক অর্ডার ইস্যুর পরিপ্রেক্ষিতে বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া

ভোগপুর স্টেশন সংলগ্ন স্থানে রেলের 'ক্যাটেল ক্রসিং' এর নামে আন্ডারপাশ নির্মানের ওয়ার্ক অর্ডার ইস্যুর পরিপ্রেক্ষিতে বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া।আন্দোলনকারীদের সভায় রেলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবী।

দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভোগপুর স্টেশন সংলগ্ন স্থানে রেলের আন্ডারপাশ নির্মানের ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। কিন্তু আড়াই মিটার চওড়া ও আড়াই মিটার উচ্চতা বিশিষ্ট গবাদিপশু যাতায়াতের জন্য ক্যাটেল ক্রসিং নামে আন্ডারপাস নির্মাণের কাজের ধরন নিয়ে অখুশি স্থানীয় বাসিন্দারা। ভোগপুর রেলওয়ে স্টেশন লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে রেল দপ্তরের সিনিয়র ডি. ই এন.কে ওই বিষয়ে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। আধিকারিকের বক্তব্য থেকে জানা গিয়েছে, খুব বেশি হলে ওই আন্ডারপাশ দিয়ে সাইকেল/মোটরসাইকেল/গবাদি পশু সহ টোটো যাতায়াত করতে পারবে।

আন্দোলনকারী সংগঠনের সভাপতি সুখেন্দু শেখর জানা জানান,এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবী ছিল,রেল লাইনের দুই দিক এলাকার জনসাধারণের প্রয়োজনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স,মারুতি ভ্যান,মালপত্র পরিবহনের ছোট গাড়ি যাতায়াত করতে পারে এমন ব্যবস্থা যুক্ত আন্ডারপাস নির্মাণের। কিন্তু দপ্তরের এই সিদ্ধান্তে আমরা অখুশি। এই ক্যাটেল আন্ডারপাসে এলাকার সার্বিক সমস্যার সমাধান হবে না। আমরা এ বিষয়ে আজ কমিটির জরুরী সভা ডেকেছিলাম। ওই সভায় রেলের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবী জানানো হবে বলে ঠিক হয়। এবং ২৪ ডিসেম্বর এ বিষয়ে জনসাধারণকে অবহিত করতে ভোগপুর স্টেশন সংলগ্ন নেতাজী ও বিবেকানন্দের মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা আহ্বান করা হয়েছে।

আজকের সভায় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মধুসূদন বেরা, যুগ্ম সম্পাদক বানেশ্বর নাটুয়া ও চন্দন  সামন্ত এবং ভোগপুরের প্রাক্তন প্রধান সুকুমার সাউ প্রমূখ।

No comments