তমলুকে আশাকর্মীদের পথ অবরোধ।
অস্বাভাবিক কাজের বোঝা চাপানোর প্রতিবাদে,চার মাসের ইন্সেন্টিভ এবং এক বছরের পি.এল.আই.এর টাকা না পাওয়া,মাসিক ভাতা ১৫ হাজার ও কর্মরত অবস্থায় আশাকর্মী মারা গেলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ আশাকর্মীদের বিভিন্ন …
তমলুকে আশাকর্মীদের পথ অবরোধ।
অস্বাভাবিক কাজের বোঝা চাপানোর প্রতিবাদে,চার মাসের ইন্সেন্টিভ এবং এক বছরের পি.এল.আই.এর টাকা না পাওয়া,মাসিক ভাতা ১৫ হাজার ও কর্মরত অবস্থায় আশাকর্মী মারা গেলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ আশাকর্মীদের বিভিন্ন দাবীতে গত ২৩ শে ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আশাকর্মীদের কর্মবিরতি চলছে। গত ২৪ শে ডিসেম্বর বুধবার সেন্টারে আশাকর্মীদের যাওয়ার কথা ছিল, কর্মবিরতির কারণে আশাকর্মীরা সেন্টারের না গিয়ে ব্লকের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি নেয়। আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হাসপাতাল মোড়ে প্রায় সহস্রাধিক আশাকর্মী পথ অবরোধ করে। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পথ অবরোধ চলে। কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন,রাজ্য সভানেত্রী কৃষ্ণা প্রধান,পূর্ব মেদিনীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদিকা ইতি মাইতি ও সভানেত্রী শ্রাবন্তী মন্ডল,রাজ্য কমিটির সদস্যা অনিমা আদক বেরা, সুদেষ্ণা দাস।
রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন বলেন, "যতদিন না দাবি আদায় হয়,ততদিন কর্মবিরতি চলবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি'র সর্বভারতীয় কমিটির সদস্য জ্ঞানানন্দ রায়।
এরপর আশাকর্মীরা মিছিল করে সি এম ও এইচ অফিসে অবস্থান-বিক্ষোভ সামিল হন। শেষে স্বাস্থ্য বহির্ভুত কাজের এবং টাকা কেটে নেওয়ার অর্ডার কপিতে অগ্নি সংযোগ করেন রাজ্যসম্পাদিকা ইসমত আরা খাতুন এবং রাজ্য সভানেত্রী কৃষ্ণা প্রধান। পরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রাজ্য সম্পাদিকার নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি ডেপুটেশন দেন।

No comments