কোলাঘাটের জিঞাদা বাজার সংলগ্ন স্থান সহ সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় নূতন কোন মদের দোকান না খোলার দাবীতে আবগারি দপ্তরের ও.সি.'র নিকট বিক্ষোভ-ডেপুটেশন ও স্মারকলিপি পেশসংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘ…
কোলাঘাটের জিঞাদা বাজার সংলগ্ন স্থান সহ সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় নূতন কোন মদের দোকান না খোলার দাবীতে আবগারি দপ্তরের ও.সি.'র নিকট বিক্ষোভ-ডেপুটেশন ও স্মারকলিপি পেশ
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের জিঞাদা বাজার সংলগ্ন স্থান সহ সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় নূতন কোন মদের দোকান না খোলার দাবীতে আজ আবগারি দপ্তরের কোলাঘাট সার্কেলের ও.সি.'র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির জেলা আহ্বায়ক নারায়ণ চন্দ্র নায়ক,উপদেষ্টা সাজ্জাদ আলী,সভাপতি মুকসুদ আলী,যুগ্ম সম্পাদক জহিরুল হোসেন ও অসিত অধিকারী প্রমূখ।
প্রসঙ্গত উল্লেখ্য,১৬ নম্বর জাতীয় সড়কের জিঞাদা বাজার সংলগ্ন স্থানে ময়না দাস নামে এক ব্যক্তির বন্ধ থাকা মদের দোকানটি পুনরায় চালু করার উদ্যোগ দিয়েছে আবগারি দপ্তর। অথচ এই বাজার সংলগ্ন স্থানে প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাইস্কুল,মসজিদ,প্রাথমিক উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং সন্নিকটে ঘনবসতিপূর্ন পাড়া/এলাকা রয়েছে।
কমিটির জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক বলেন, এইরকম ঘনবসতিপূর্ণ এলাকায় সরকারি মদের দোকান পুনরায় খোলা হলে এলাকার সুস্থ সামাজিক পরিবেশ ভীষণভাবে বিঘ্নিত হবে। এমনিতেই বেআইনি চোলাই মদের দাপট সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য(গাঁজা,নেশাযুক্ত পাতা প্রভৃতি)'র প্রসারে এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে। তার উপর নুতন করে ওই মদ দোকান খোলা হলে এর কুপ্রভাবে ছাত্র-যুবকদের এক বিরাট অংশ নেশাগ্রস্থ হয়ে উঠবে। এই পরিপ্রেক্ষিতে কমিটির সিদ্ধা-১ অঞ্চল শাখার পক্ষ থেকে জিঞাদা বাজার সংলগ্ন স্থান সহ গ্রাম পঞ্চায়েত এলাকায় নূতন কোন মদের দোকান যাতে না খোলা হয় ও বিভিন্ন দোকানে বেআইনিভাবে দেশি বা বিদেশি মদ বিক্রি বন্ধ করা যায় এবং আড়ালে আবডালে চোলাই মদের বিক্রি যাতে বন্ধ হয়, সেজন্যে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দপ্তরের ও.সি.র নিকট ওই স্মারকলিপি মারফত আবেদন করা হয়েছে। ও.সি. রাহুল দাস স্মারকলিপি গ্রহণ করে বলেন,জনসাধারণের প্রতিবাদ থাকলে ওখানে নতুন করে মদ দোকান চালু করা হবে না।

No comments