সকলের কথা সৃজন সম্মান-২০২৫ শিক্ষা-সংস্কৃতি-সাহিত্য বিষয়ক ভিন্নস্বাদের অনুষ্ঠান ঘিরে উৎসবের আনন্দ মহিষাদল। সকলের কথার উদ্যোগে মহিষাদলে অনুষ্ঠিত হলো এবারের সকলের সৃজন সম্মান অনুষ্ঠান।সমাজের বিভিন্ন জগতের কৃতি ও গুনীজনদের সংবর্ধনা দ…
সকলের কথা সৃজন সম্মান-২০২৫
শিক্ষা-সংস্কৃতি-সাহিত্য বিষয়ক ভিন্নস্বাদের অনুষ্ঠান ঘিরে উৎসবের আনন্দ মহিষাদল। সকলের কথার উদ্যোগে মহিষাদলে অনুষ্ঠিত হলো এবারের সকলের সৃজন সম্মান অনুষ্ঠান।সমাজের বিভিন্ন জগতের কৃতি ও গুনীজনদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে। সমাজসেবা ক্রীড়া শিক্ষা সংস্কৃতি এবং সাহিত্য বিষয়কে সামনে রেখে গুণীজনদের সংবর্ধনা জানানো হয় মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে। মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে অনুষ্ঠিত সকলের কথা সৃজন সম্মান । ২০২৫ অনুষ্ঠানে প্রদান করা হলো নিরালা সাহিত্য সম্মান। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন হিন্দি সাহিত্যের রবীন্দ্রনাথ- মহাকবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা। মহিষাদলের আকাশ বাতাস মাটির পরিপূর্ণ হয়ে রয়েছে মহা কবি নিরালার কিশোর স্মৃতি। মঞ্চ থেকে মহাকবিকে শ্রদ্ধা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাকে তুলে ধরতেই নিরালা যুগস্পর্শ করতে উদ্যোগী হয়েছে সকলের কথা পরিবার। সম্মানিত হলেন কবি অর্ণব পন্ডা।এছাড়াও পুরস্কৃত করা হয় মেদিনীপুরের জলকন্যা সাঁতারু আফরিন জাবির। অনুষ্ঠান মঞ্চ থেকে আগামী বছর ২০২৬ সকলের কথা সৃজন সম্মান তারিখ ঘোষণা করেন রুপঙ্কর বাগচী। সংবাদমাধ্যমে কি জানালেন সকলের কথা পরিবারের অন্যতম কর্ণধার সুজিত ভৌমিক।
No comments