ক্ষুদিরাম মেলার মঞ্চ থেকে হলদিয়ার রানী নির্বাচিত হলেন- ত্রিবর্ণা
পূর্ব মেদিনীপুর জেলার বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ১৩৭ তম জন্মউৎসব ক্ষুদিরাম মেলা ৩৩ তম বর্ষে পদার্পণ করেছেন। শুরু হয়েছিল ৩রা ডিসেম্বর থেকে চলবে …
ক্ষুদিরাম মেলার মঞ্চ থেকে হলদিয়ার রানী নির্বাচিত হলেন- ত্রিবর্ণা
পূর্ব মেদিনীপুর জেলার বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ১৩৭ তম জন্মউৎসব ক্ষুদিরাম মেলা ৩৩ তম বর্ষে পদার্পণ করেছেন। শুরু হয়েছিল ৩রা ডিসেম্বর থেকে চলবে ১৭ই ডিসেম্বর আজ ৭ই ডিসেম্বর ক্ষুদিরাম মেলা সতীশ সামন্ত মঞ্চে" কুইন অফ হলদিয়া" প্রতিযোগিতায় যোগিনী অংশগ্রহণ করেছিলেন সেখান থেকে ফাইনাল রাউন্ডে ১৪ জনকে নির্বাচিত করা হয়। সেই১৪ জন ফাইনাল রাউন্ডে প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সেখান থেকে সেরা সেরা শিরোপা অর্জন কল্যাণ ত্রি বর্ণ্না মাইতি পেশায় একজন স্টপ নার্স বাবা সুব্রত বাড়িতে সুতাহাটা বাড়ি। বিভিন্ন রাউন্ডে প্রায় 14 জন প্রতিযোগী হাড্ডাহাড্ডি লড়াই এছাড়াও রাজ্যের সোশ্যাল মিডিয়া ইউটিউবার যারা ছিলেন তারাও এই মঞ্চে উপস্থিত থেকে কুইন অফ হলদিয়া এই প্রতিযোগিতা প্রত্যক্ষ প্রতিযোগীদের বিভিন্ন ইভেন্টে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ত্রিবর্ণা হলদিয়া নিউজ সংবাদমাধ্যমেই জানালেন তিনি বিভিন্ন কবির কবিতা যেমন ভালোবাসেন কিন্তু তার পেশাগত কাজ একজন নার্স তবে আজকের এই কুইন অফ হলদিয়া হলদিয়া রানী নির্বাচিত হওয়ার পর তিনি জানালেন তার পেশাগত নার্স এই কাজ সেবামূলক কাজকে বজায় রেখেই আগামী দিনে যদি এই ধরনের রূপ ও সৌন্দর্যের এবং মেধা কম্পিটিশন হয় নিশ্চয়ই তিনি আগামী দিনে অংশগ্রহণ করবেন। ক্ষুদিরাম বসুর জন্ম উৎসব কমিটির মঞ্চে সাংস্কৃত সম্পাদক অটল কৃষ্ণ জানা এবং তন্ময় মণ্ডল আজকের এই অনুষ্ঠানে সমস্ত প্রতিযোগীদের সন্ধ্যাকালীন শুভেচ্ছা এবং ত্রিবর্ণা আগামী দিনে আরো যাতে বড় প্ল্যাটফর্ম পায় সেই কামনা করেন। কুইন অফ হলদিয়ার এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের লক্ষ্মী গণেশের রুপ্য মূর্তি এবং কুইন অফ হলদিয়ার ত্রিবর্না মাইতিকে স্বর্ণ মুকুট পরিয়ে দিলেন। মেলা কমিটি যুগ্ম সম্পাদক অমিত মাইতি এবং স্বপন দাস জহর সকল প্রতিযোগীদের শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানালেন।

No comments