Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পারলৌকিক ক্রিয়াদি সুসম্পন্ন করে নিয়ম ভঙ্গে দিন এলাকার দুস্থ অসহায় গরিব মানুষদের শীতবস্ত্র বিতরণ

পারলৌকিক ক্রিয়াদি সুসম্পন্ন করে  নিয়ম ভঙ্গে দিন এলাকার দুস্থ অসহায় গরিব মানুষদের শীতবস্ত্র বিতরণ একুশে নভেম্বর স্বর্গ পথে পাড়ি দিয়েছিলেন বাড়ঘাসিপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক শম্ভুনাথ প্রামানিক। শম্ভু বাবুর পারলৌকিক ক্রিয়া…




 পারলৌকিক ক্রিয়াদি সুসম্পন্ন করে  নিয়ম ভঙ্গে দিন এলাকার দুস্থ অসহায় গরিব মানুষদের শীতবস্ত্র বিতরণ

 একুশে নভেম্বর স্বর্গ পথে পাড়ি দিয়েছিলেন বাড়ঘাসিপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক শম্ভুনাথ প্রামানিক। শম্ভু বাবুর পারলৌকিক ক্রিয়া সুসম্পন্ন করে ছেলে বৌমা নাতি-নাতনি ভাগ্না, ভাগ্নি সকলে মিলে শম্ভুবাবু দেখানোর পথ অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করা তিনি যে পথ দেখিয়ে গিয়েছিলেন সেই পথে তিনি চলে যাবার পর তার আত্মীয় পরিজন তারই দেখানো পথ অগ্রসর করে তারই পারলৌকিক ক্রিয়া সুসম্পন্ন করে নিয়ম ভঙ্গের দিন প্রায় শতাধিক গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষজনদের হাতে শীতের ব্যাংকেট তুলে দিলেন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড বাড় ঘাসিপুর প্রামানিক পরিবারে। শম্ভুবাবুর দুই পুত্র, পুত্রবধূ, নাতি-নাত্রী বর্তমানে সেই পথে অগ্রসর হলেন শম্ভু বাবু ইতিমধ্যে গ্রামের মন্দির শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব প্রতিষ্ঠা জন্য ভূমি দান করেছেন, মানুষের দুঃখে তিনি বিচলিত হয়ে পড়তেন। আজ সেই সকল মানুষজন তারই পারলৌকিক ক্রিয়ার সুসম্পন্ন দিন যেমন উপস্থিত ছিলেন এবং সকল মানুষদের নিয়ে আজ নিয়ম ভঙ্গের দিন শম্ভু প্রামানিক মহোদয় কে স্মরণ করলেন এবং তারই দেখানো পথে অগ্রসর হলেন তার পরিবারের সকল সদস্যরা সাংবাদ মাধ্যমে জানালেন ছেলে বৌমা নাতনি এবং ভাগ্না।

No comments