Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রমিকদের বেতন চুক্তি না হওয়ায় বিক্ষোভ ধর্ণা ১০ দিনে..

শ্রমিকদের বেতন চুক্তি না হওয়ায় বিক্ষোভ ধর্ণা ১০ দিনে.. শিল্পাঞ্চলের শ্রমিকদের বেতন চুক্তি শ্রম দপ্তরে চুক্তি অনুযায়ী শ্রমিক ইউনিয়ন এবং কন্টাকটার্স কর্তৃপক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে করে থাকেন। দীর্ঘ দু'বছর অতিক্রান্ত হয়েছে…

 



শ্রমিকদের বেতন চুক্তি না হওয়ায় বিক্ষোভ ধর্ণা ১০ দিনে.. 

শিল্পাঞ্চলের শ্রমিকদের বেতন চুক্তি শ্রম দপ্তরে চুক্তি অনুযায়ী শ্রমিক ইউনিয়ন এবং কন্টাকটার্স কর্তৃপক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে করে থাকেন। দীর্ঘ দু'বছর অতিক্রান্ত হয়েছে গেঁওয়া খালি জল প্রকল্প হলদিয়া উন্নয়ন পর্ষদের প্রকল্প সেই প্রকল্পে ২৬৫ জন শ্রমিক কাজ করতেন বয়সের তাগিদে এখন বর্তমানে ১৮০ জন শ্রমিক কাজ করেন। এই প্রকল্পের চারটি ইউনিট রয়েছে। গেঁওয়াখালি এক নম্বর পুরাতন ও দুই নম্বর নতুন, চৈতন্যপুর,বাসুদেবপুর এবং হাতিবেড়িয়া পাম্পিং স্টেশন রয়েছে। সেই সকল শ্রমিকদের বেতন চুক্তি হয়নি দীর্ঘ দু'বছর ধরে শ্রম দপ্তরে বৈঠক হয়েছে প্রায় ২৬ বার। কিন্তু কোন সূরাহা হয়নি। শ্রমিকদের অভিযোগ কোম্পানির কর্তৃপক্ষ এই টালবাহানা করছে। হলদিয়া ওয়াটার সার্ভিস প্রাইভেট লিমিটেড ট্রেড ইউনিয়ন আইএনটিইউসি প্রেসিডেন্ট একটি দাবি সনদ তৈরি করে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, ডেপুটি লেবার কমিশন এবং হলদিয়া ওয়াটার সার্ভিস প্রাইভেট লিমিটেড কন্টাকটারস হাতে তুলে দিয়েছেন। তার পরেও কন্ট্রাক্টার শ্রমিকদের সঙ্গে আলোচনায় না বসে সময় নিচ্ছেন। গত ছাব্বিশে নভেম্বর শ্রম দপ্তরে বৈঠকে চলাকালীন আলোচনা অনেকটাই উভয়পক্ষ মেনে নেয়। কিন্তু সময়ের অভাবে পরবর্তী ২রা ডিসেম্বর আলোচনা  জন্য আহ্বান করা হয়। সেই আলোচনায় কর্তৃপক্ষ (কনট্রাক্টরস) আলোচনা হতেই  কোনভাবেই ২৬এর নভেম্বরের সিদ্ধান্ত এবং ইউনিয়নের প্রেসিডেন্ট যে দাবি রেখেছিলেন কোনটাই না নানার জন্য বৈঠক ভেস্তে যায়। পরবর্তীকালে শ্রমিকরা ধর্ণা ও বিক্ষোভে শামিল হলেন। আজ  দশম দিন তাদের এই আন্দোলন হলদিয়া বাসুদেবপুর জল প্রকল্প পাম্পিং স্টেশন ইউনিট। বাসুদেবপুর আজকের বিক্ষোভ ধর্ণায়  সামিল হলেন। ইউনিয়নের  সম্পাদক পূর্ণেন্দু গিরি বলেন আমাদের দাবি না মানলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। আমাদের গেঁওয়াখালি জল প্রকল্পের সঙ্গে যে পাম্পিং স্টেশনগুলি রয়েছে প্রত্যেকটি স্টেশনে আমরা বিক্ষোভ ধর্ণায় বসেছি এবং আগামী দিনে গেট বন্ধ রেখে আমরা এই আন্দোলনে সামিল হব। এই আন্দোলনকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন দলের পতাকা নিয়ে অসহায় শ্রমিকরা, তারা আন্দোলন করছেন। তৃণমূলের নেতারা বলেন মানবিক মুখ্যমন্ত্রী তাদের দলের কর্মীরা দু'বছর তাদের বেতন চুক্তি হয়নি দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে কিন্তু তাদের বেতন বৃদ্ধি হয়নি দশ দিন ধরে রাস্তায় দাঁড়িয়ে তারা আন্দোলন করছেন একবারও দলের বিধায়ক নেতা কেউ নেই পাশে। আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে দাবি করছি অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ করে তাদের যথাযথ বেতন বৃদ্ধি চুক্তি যাতে সম্পন্ন হয়। সেজন্য শ্রম দপ্তরকে আমি অনুরোধ করছি তবে আমরা ওই সকল শ্রমিকদের পাশে রয়েছি। আগামী দিনে প্রয়োজন হলে আমরাও ওই সকল শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করবো।

No comments