Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির বাৎসরিক পুরস্কার বিতরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান!

সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির বাৎসরিক পুরস্কার বিতরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান! দুর্গাচক বাসুদেবপুর হলদিয়া গভর্ণমেন্ট স্পসর্ড ক্লাস টেন সেকেন্ডারি স্কুলের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। গত ১৯ শে নভেম্বর সমিতির আ…

 



 সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির বাৎসরিক পুরস্কার বিতরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান! দুর্গাচক বাসুদেবপুর হলদিয়া গভর্ণমেন্ট স্পসর্ড ক্লাস টেন সেকেন্ডারি স্কুলের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। গত ১৯ শে নভেম্বর সমিতির আয়োজিত আন্ত স্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ডালিম বচক টেকনিক্যাল হাইস্কুলে অংকন আবৃত্তি রবীন্দ্রসংগীত নজরুল গীতি কুইজ গল্প বলা প্রতিযোগিতা দুটি বিভাগে বিভিন্ন স্কুলে প্রায় ৩০০ পড়ুয়া অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগিতায় ভালো ফলাফল করেছে সারদামণি বালিকা বিদ্যালয় পৌর পাঠভবনের মতো স্কুলগুলি এর আগে ১৯শে সেপ্টেম্বর সমিতির আয়োজিত ৫৪ তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


পরীক্ষায় প্রায় ৮০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন সবচেয়ে বেশি ১২ জন ছাত্রী মেধাবৃত্তি পেয়েছে বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয় থেকে। সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির মেধা পরীক্ষায় সর্বোচ্চ স্থান পেয়েছে বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় দ্বিতীয় হয়েছে হলদিয়া গভমেন্ট   স্পনসর্ড টেন  ক্লাস সেকেন্ডারি হাই স্কুল। অনুষ্ঠানে মেধা পরীক্ষার সফল পরীক্ষার্থীদের স্কুল এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলদের পুরস্কার তুলে দেওয়া হয়। হলদিয়া মহকুমার এলাকায় জেলার মধ্যে মাধ্যমিকে  দ্যুতিময় মন্ডল এবং উচ্চ মাধ্যমিকে সৌম্যদীপ সামন্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর মেধাতালিকায় ছিলেন তাদেরকে আজ স্বর্ণপদক দিয়ে সম্মানিত করা হয়। প্রতিবছর স্বর্ণপদক দিয়ে সহযোগিতা হাত বাড়ান মডার্ন জুয়েলার্সের  কর্ণধার প্রদীপ দাস, উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার শাসক তীর্থঙ্কর বিশ্বাস ছিলেন অর্জুন পুরস্কারজয়ী রাইফেল সুইটার ভগীরথ সাময়ী, সহকারী বিদ্যালয় পরিদর্শক  বিমান বিহারী জানা। স্কুলের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন অশ্বিনী কুমার মাইতি, ছিলেন সমিতির সভাপতি রাধাকান্ত চক্রবর্তী, কমলেশ চক্রবর্তী মেধা পরীক্ষা কনভেনার মানস কুমার কর সম্পাদক দেবাশীষ পাহাড়ি এবং সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সকল সদস্য সদস্যাগণ। আজকের সভায় সমিতির পুস্তক প্রকাশিত হয়। আজকের এই সভায় কি বার্তা দিলেন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে হলদিয়া মহকুমার শাসক তীর্থঙ্কর বিশ্বাস।


No comments