Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবশেষে চালু হতে চলেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ফুলবাজারে রাজ্যের একমাত্র ফুল রাখার হিমঘর!

অবশেষে চালু হতে চলেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ফুলবাজারে রাজ্যের একমাত্র ফুল রাখার হিমঘর!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : আগামী ১ লা ডিসেম্বর থেকে চালু হতে চলেছে বন্ধ থাকা জেলার পাঁশকুড়া ফুলবাজারের হিমঘর। ফলস্বরূপ চলতি শীতের ম…

 



অবশেষে চালু হতে চলেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ফুলবাজারে রাজ্যের একমাত্র ফুল রাখার হিমঘর!

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : আগামী ১ লা ডিসেম্বর থেকে চালু হতে চলেছে বন্ধ থাকা জেলার পাঁশকুড়া ফুলবাজারের হিমঘর। ফলস্বরূপ চলতি শীতের মরশুমের বিয়ে বাড়ীর জন্য ব্যবহৃত ফুল সহ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ব্যাপক পরিমাণে গোলাপ প্রভৃতি সমস্ত রকম ফুল এই হিমঘরে রাখা যাবে। পাঁশকুড়া ফুলবাজার পরিচালন সমিতির এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালন সমিতির চেয়ারম্যান তথা তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার। সভায় উপস্থিত ছিলেন উদ্যান পালন দপ্তরের জেলা আধিকারিক অতনু গুপ্ত,পাঁশকুড়া ব্লকের বিডিও ভার্মা, সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত রায় প্রমূখ। 

সভায় সিদ্ধান্ত হয়,আগামী ১ লা ডিসেম্বর সোমবার থেকে রাজ্যের ফুল রাখার হিমঘর পুনরায় চালু করা হবে। এজন্য ডাঁটাযুক্ত ফুলের ক্ষেত্রে বোঝা(১০০০-১৫০০পিস)পিছু সাত দিনের জন্য  ভাড়া বাবদ নেওয়া হবে ১১০ টাকা,১৫ দিনের জন্য ২০০ টাকা, ঝুরো ফুলের ক্ষেত্রে ছোট প্যাকেট(৭-১০ কেজি)'র জন্য ৫০ টাকা,বড় প্যাকেট(১৫-২০ কেজি)'র জন্য ১০০ টাকা ভাড়া বাবদ নেওয়া হবে ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের কাছ থেকে। 

           সমিতির অন্যতম সদস্য নারায়ণ চন্দ্র নায়ক বলেন,গত ২০২১ সালে লকডাউন এর সময়  হিমঘরেট বাইরের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার কারণে সেই থেকে হিমঘরে ফুল রাখা বন্ধ ছিল। ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি রাজ্য হটিকালচার দপ্তর প্রায় ৩৭ লক্ষ টাকা ব্যয়ে হিমঘরটি সংস্কার,ফুলের প্যাকেজিং এর জন্য নতুন একটি কক্ষ নির্মাণ,নিলাম কক্ষ,অফিস গৃহ,শৌচাগার সহ পূর্ণাঙ্গ বাজারটি সংস্কার করার জন্য ঠিকাদার নিয়োগ করে। সেই কাজ সম্প্রতি শেষ হয়েছে। 

          সমিতির আহ্বায়ক অতনু গুপ্ত জানান,হিমঘর চালুর পাশাপাশি বাজারটির সামগ্রিক উন্নয়নের জন্য আরো নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  



No comments