Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রামের মেয়েদের উদ্যোগপতি হওয়ার পরামর্শ দিলেন হলদিয়ার জনশিক্ষণ সংস্থা !

গ্রামের মেয়েদের উদ্যোগপতি হওয়ার পরামর্শ দিলেন হলদিয়ার জনশিক্ষণ সংস্থা !জন শিক্ষন সংস্থান--হলদিয়ার উদ্যোগে নন্দকুমার ব্লকে মিলন মঞ্চ সংস্থায় উদ্যোগপতি হওয়ার পরামর্শ প্রদান করার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জন শিক্ষন সংস্থানে…

 



গ্রামের মেয়েদের উদ্যোগপতি হওয়ার পরামর্শ দিলেন হলদিয়ার জনশিক্ষণ সংস্থা !

জন শিক্ষন সংস্থান--হলদিয়ার উদ্যোগে নন্দকুমার ব্লকে মিলন মঞ্চ সংস্থায় উদ্যোগপতি হওয়ার পরামর্শ প্রদান করার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জন শিক্ষন সংস্থানের দ্বারা প্রাপ্ত প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন প্রায় ৫০ জন মহিলা আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জন শিক্ষন সংস্থানের অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় বলেন যে এদের মধ্যে ৪৪জন রাজ্য সরকারের আরটিসিয়ান কার্ড পেয়েছেন । আবার এদের মধ্যে অনেকেই নিজেদের ব্যবসা করার জন্য টেলারিং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা মেশিন কেনার জন্য রাজ্য সরকারের থেকে ১৫০০০ হাজার টাকা করে পেয়েছেন। তিনি বলেন অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য ও কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে অবহিত করার জন্য এই ধরনের আলোচনা সভা আমরা করে থাকি। অনুষ্ঠানে উপস্থিত নন্দকুমার ব্লকের বি এল এস সুমিত কুমার মাইতি রাজ্য সরকারের বিভিন্ন স্কীমের সুযোগ সুবিধা ও লোন পাওয়ার ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগে সে বিষয়ে সবিস্তারে বর্ণনা করেন। মিলন মঞ্চের ডাইরেক্টর শ্রী তারাশঙ্কর মাইতি তার বক্তব্যের মাধ্যমে সবাই কে উৎসাহিত করেন। এখানে জন শিক্ষন সংস্থান--হলদিয়ার পরিচালনায় একটি টেলারিং প্রশিক্ষণের সূচনা করেন ডাইরেক্টর শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন এ পি ও  উদয় শঙ্কর মন্ডল, কোর্স ইনচার্জ অমিতাভ বাগ ও ট্রেনার সুচিত্রা ঘোড়ই। উপস্থিত শিক্ষার্থীরা তাদের নিজেদের অভিজ্ঞতার কথা ও তাদের স্বনির্ভরতায় জন শিক্ষন সংস্থান - হলদিয়ার সহযোগিতা ও উল্লেখযোগ্য ভূমিকার কথা উল্লেখ করেন। সমগ্র অনুষ্ঠানটি সবার সহযোগিতায় সফলতা অর্জন করে।


 

No comments